Plant Remedies: ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৬ গাছ! পিছু ছাড়বে না মৃত্যু

Follow these Plant Remedies if you want peace in your life: বিভিন্ন শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হলো বাস্তুশাস্ত্র। যে শাস্ত্রে বাস্তু সম্পর্কিত বিভিন্ন শুভ-অশুভ বিষয়ের উল্লেখ রয়েছে। বাস্তুতে কি রাখা ভালো কি রাখা ভালো নয় কোন জিনিস রাখলে বাস্তুতে শান্তি বিরাজ করবে এই সমস্ত কিছু। তেমনি একটি অন্যতম বাস্তু সম্পর্কিত বিষয় হল উদ্ভিদ (Plant Remedies)। বাস্তুশাস্ত্র মতে, এমন বিশেষ কিছু উদ্ভিদ রয়েছে যে গাছগুলি বাড়িতে রোপন করলে বাড়ির সদস্যদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বাড়িতে অশান্তির ঝড় বইতে পারে। তাই এই সমস্ত অশুভ প্রভাব দূর করতে জেনে নিন বাড়িতে কি ধরনের গাছ লাগানো একেবারেই উচিত নয়।

তেঁতুল গাছ

বিরাট উচ্চতা যুক্ত প্রসারিত একটি গাছ হল তেঁতুল গাছ। ভুলেও কখনো বাড়িতে এই তেঁতুল গাছ রোপন করবেন না। এই তেঁতুল গাছ (Plant Remedies) যে মৃত্যুর অন্যতম কারক তা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই যুক্তি গ্রাহ্য। বিজ্ঞান বলে তেঁতুল গাছ নিশি রাতে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করে। যা গাছের নিচে জমা হয়। ফলেই কেউ যদি এই গাছের নিচে রাত্রি যাপন করেন সেই কার্বন-ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। অপরদিকে বিশ্বাস করা হয় ভূত-পেত্নীদের বাস রয়েছে তেঁতুল গাছে। তাই কখনোই বাড়িতে তেঁতুল গাছ লাগানো উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে।

বাঁশ গাছ

প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাঁশ গাছের সাথে সম্পর্কিত বিভিন্ন অলৌকিক ঘটনা রয়েছে। যার কোনো ভিত্তি নেই। তবে বাস্তুশাস্ত্র মতে বিভিন্ন সমস্যার উৎস স্থান হল এই বাঁশ গাছ। ফলেই বাঁশ গাছ বাড়ির কাছাকাছি বা বাড়িতে লাগানো উচিত নয়। যদি থাকে তা এখনই নির্মূল করুন।

বট গাছ

বাস্তুশাস্ত্র বলে বটগাছ বাড়িতে রোপন করলে বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। বাড়ির সদস্যদের মৃত্যুর দিকে ডাকে। মনে করা হয় যারা আত্মহত্যা করেন তারা সেই স্থানে বসবাস করেন। সেই অনুসারে অনেকেই বট গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তাই বট গাছের ডাল ভাঙতে বারণ করা হয়। এছাড়াও বিজ্ঞান মতে রাত্রিবেলা কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে বটগাছ। যা ভারী হওয়ায় গাছের নিচে জমা হয়। তাই এই গাছের নিচে কেউ রাত্রিবেলা ঘুমালে সে কার্বন-ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। তাই বাড়ির চারপাশে বা বাড়িতে বটগাছ রোপন করবেন না। যদি থাকে তা এখনই সরিয়ে ফেলুন।

আরো পড়ুনঃ দারুন চমক তো দাম্পত্য জীবনে অবসাদ! মার্চে কি কি অপেক্ষা করছে ধনুর ভাগ্যে

তুলো গাছ

তুলো গাছ হল অত্যন্ত অশুভ গাছ। এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনোই উন্নতি হয় না। নানা সমস্যার বেড়াজালে আবদ্ধ থাকে। সেই বাড়ি ঝামেলা অশান্তিতে পরিপূর্ণ থাকে। ভৌতিক প্রতিক্রিয়া বিস্তারিত হয়। তাই তুলো গাছ বাড়িতে না রাখার পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র।

শ্যাওড়া গাছ

শ্যাওড়া গাছ এমন এক ধরনের গাছ যে গাছের নাম শুনলেই গাছ ছমছম করে। দুপুরবেলা-রাত্রিবেলা এই গাছের নিচে দিয়ে গেলে গা শিহরিত হয়ে ওঠে। বিশ্বাস করা হয় যে সব মহিলারা আত্মহত্যা করে তাদের এই শ্যাওড়া গাছে বাস থাকে। তাই ভুলেও কখনো শ্যাওড়া গাছ বাড়িতে রাখা উচিত নয়। এতে পরিবারের মহিলাদের ওপর প্রভাব বিস্তার করে।

আরো পড়ুনঃ রামলালার সঙ্গে হুবহু মিল; অবশেষে উদ্ধার হল বিষ্ণুর দশম অবতার মূর্তি

তাল গাছ

শাস্ত্র অনুযায়ী তাল গাছের সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন ভৌতিক ক্রিয়াকলাপ। তাল গাছের তাল দিয়ে আমরা অনেকেই নানা রকম পদ রান্না করে খাই। কিন্তু এই তাল গাছ (Plant Remedies) ফল প্রদান করলেও বাড়িতে রাখা শুভ নয়। এতে পরিবারের সদস্যদের ওপর অশুভ প্রভাব সৃষ্টি করে। মা লক্ষ্মীর আশীর্বাদের হাত সরে যায় পরিবার থেকে। আর্থিক আয়-উন্নতির পথ ছোট হতে থাকে। যার ফলে অর্থাভাবের সৃষ্টি হয়। তাই কখনোই তালগাছ বাড়িতে রাখবেন না।