Venus Mahadasha: কোটিপতি হতে হলে মানুন এই প্রতিকারগুলি; কোনদিনও আর পিছনে ফিরতে হবেনা

Follow these remedies in Venus Mahadasha to become a millionaire: জীবনে সবাই বড় বড় স্বপ্ন দেখে কিন্তু তা ক’জনের পূরণ হয়? টাকা-পয়সা বিলাসবহুল গাড়ি এবং বাড়ি সবাই চায় কিন্তু পাওয়ার মত ভাগ্য সব মানুষের হয় না। শুধু পরিশ্রম করলেই সৌভাগ্য ফিরিয়ে আনা যায় না তার সঙ্গে ভাগ্য জড়িয়ে আছে। প্রত্যেকটি গ্রহের স্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনকে প্রভাবিত করে। কারো জীবনে সৌভাগ্যময় নিয়ে আসে আবার কারো জীবনে বিভিন্ন অশুভ জিনিস ঘটতে থাকে। উত্থান পতন সবার জীবনেই রয়েছে কিন্তু গ্রহের মহাদশাও (Venus Mahadasha) জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে সেটাই আজকের প্রতিবেদনে আলোচ্য বিষয়।

গ্রহের অবস্থান যদি আপনার জন্মকুণ্ডলীতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। যেকোনো কাজেই সফলতা আসবে এবং সমস্ত রকম বাধা-বিপত্তি দূর হয়ে যাবে জীবন থেকে। শুক্র হল এমন একটি গ্রহ যার মহাদশা বিভিন্ন রাশির জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। শুক্র হল ধনসম্পত্তি, সুখ-সমৃদ্ধির গ্রহ। জীবনে শুক্রের মহাদশা (Venus Mahadasha) পড়লে আপনি জীবন কাটাবেন রাজার মত। সমস্ত রকম স্বপ্ন পূরণ করতে পারবেন জীবনে। কুড়ি বছর স্থায়ী থাকে শুক্রের এই মহাদশা, তাই এই কুড়ি বছরের মধ্যেই আপনারা হয়ে যাবেন কোটিপতি।

হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে শুভ গ্রহ বলে মনে করা হয়। তাই এর প্রভাবে আপনার জীবন বদলে যাবে এক নিমেষেই। শুক্রই সম্পদ এবং প্রেমকে আকর্ষণ করবে এবং আপনার জীবন সুখে ভরিয়ে তুলবে। যদি কোন ব্যক্তির জন্মকুন্ডলীতে শুক্র গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে সেই ব্যক্তিকে রাজা হতে কেউ আটকাতে পারবেনা। শুক্রের মহাদশার (Venus Mahadasha) দীর্ঘ টানা কুড়ি বছর তার জীবনের স্বর্ণালী যুগে পরিণত হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন সব রকম জীবনে সাফল্য আসবে।

আরও পড়ুনঃ আপনার হাতের মধ্যমার নিচে এই চিহ্ন নেই তো? নেমে আসতে পারে ঘোর বিপর্যয়

কিন্তু যদি আপনার জীবনে শুক্র গ্রহের অশুভ প্রভাব পড়ে তাহলে আপনি এর থেকে রক্ষা পাবেন কি করে? যদি কোন ব্যক্তির জন্ম কুণ্ডলীতে শুক্রের অশুভ প্রভাব পড়ে তাহলে তার বৈবাহিক জীবন কখনোই সুখের হয় না। সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিতে পারে, এছাড়াও আর্থিক অনটন সর্বদাই বজায় থাকে। কিডনি, চোখের রোগ, এমনকি যৌনরোগ দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ হোলিতেই দশ বছর বাদে হতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ; মালামাল হবে এই তিন রাশি

এর প্রতিকার স্বরূপ কিছু কিছু উপায়ের কথা আজকের প্রতিবেদনে ব্যক্ত করা হলো। প্রতি শুক্রবার উপবাস করতে হবে এবং বৃহস্পতির পাশাপাশি লক্ষ্মীর পূজাও করা উচিত। পুজোর সময় লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করতে পারেন। পিঁপড়ে কে চিনি কিংবা ময়দা খাওয়ালে শুক্রের দোষ কেটে যাবে। প্রতি শুক্রবার ১০৮ বার জপ করুন শুম শুক্রায় নমঃ। শুক্রবার বাড়ির মহিলা কিংবা চেনা মহিলাদের ক্ষীর নিবেদন করতে পারেন। এছাড়াও দুধ, কর্পূর, সাদা মিষ্টি, সাদা কাপড় ইত্যাদি দান করা যেতে পারে।