Camphor Remedies for Peace: নিমিষেই দূর হবে অর্থ সংকট, কর্পূরের এই ছোট্ট কাজেই সংসার ভরে উঠবে সুখ-শান্তি-সমৃদ্ধিতে

Follow these Remedies of Camphor if you want peace in life: বাস্তুশাস্ত্র মতে বাড়ির সুখ-শান্তি-সমৃদ্ধির জন্য অনেক কিছুই প্রতিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হলো কর্পূর। যা প্রতি বাড়িতেই পূজার সামগ্রীতে থাকে। যেকোনো পূজা-পার্বণে কর্পূর জ্বালিয়ে আরতি করা হয়। বিশ্বাস করা হয় এতে দেব-দেবী প্রসন্ন হন। এছাড়াও জ্যোতিষ মতে, কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। যা নির্দিষ্ট নিয়মে পালন করলে সেই পরিবারে সুখ-শান্তির অভাব হয় না। অর্থ আগমনের পথ প্রশস্থ হয়। তাই আসুন সময় নষ্ট না করে ঘরোয়া উপাদান কর্পূরের (Camphor Remedies for Peace) বেশ কিছু প্রতিকার জেনে নেওয়া যাক।

গোলাপ-কর্পূরের প্রতিকার

কর্মক্ষেত্রে মোটা টাকা আয় করতে চাইছেন? ব্যবসা বৃদ্ধি করতে চাইছেন? তাহলে মেনে চলুন এই গোলাপ ও কর্পূরের প্রতিকার (Camphor Remedies for Peace)। একটি লাল গোলাপ ও কর্পূর নিন। তারপর প্রতি সন্ধ্যায় পূজার পর মা দুর্গার চরণে অর্পণ করুন সেই গোলাপ ও কর্পূর। হাতেনাতে ফল পাবেন। ধীরে ধীরে ব্যবসায়িক বৃদ্ধি ঘটবে। উন্নতির পথ প্রশস্থ হবে। আটকে থাকা টাকা ফিরে পাবেন। তবে মাথায় রাখবেন নির্দিষ্ট নিয়মে ৪৩ দিন এই প্রতিকারটি করতে হবে। তবেই তার ফল পাওয়া যাবে।

কর্পূর ও লবঙ্গের প্রতিকার

নেগেটিভ এনার্জিতে সংসার পরিপূর্ণ? সদস্যদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি? কর্পূরের সাথে দুটি লবঙ্গ নিন। তারপর একত্রে জ্বালিয়ে তার ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। কেটে যাবেন নেতিবাচকতা, ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে। সদস্যদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। আসবে সুখ-শান্তি।

আরো পড়ুনঃ দেড়শ বছরের বেশি সময় ধরে চলছে এই সরস্বতী-লক্ষ্মী পূজা! শালবনীর এই প্রাচীন পূজার কাহিনী গায়ে কাঁটা দেবে

কর্পূর-ঘিয়ের প্রতিকার

পিতৃদোষে ভুগছেন? যার ফলে সন্তানসুখ পাচ্ছেন না? নিয়মিত সকাল-সন্ধ্যা ও রাতে ঘি দিয়ে কর্পূর জ্বালুন। কেটে যাবে পিতৃদোষ, মানসিক শান্তি বিরাজ করবে।

অর্থ সংকট দূরীকরণে কর্পূরের প্রতিকার

আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে? ঋণগ্রস্ত হয়ে পড়ছেন? মানসিক শান্তি পাচ্ছেন না? পকেটে বা পার্সে কর্পূর রাখুন। সমস্ত নেগেটিভ এনার্জির বিনাশ ঘটবে, দাম্পত্য জীবনেও সুখের আগমন ঘটবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

আরো পড়ুনঃ মার্চে শুরুতেই সাফল্যের চূড়ায় ৫ রাশি! শনি-শুক্র মিলনে কাদের হাতে থাকবে ভাগ্যের চাবিকাঠি?

শান্তি আগমনে কর্পূরের প্রতিকার

শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কর্পূরকে (Camphor Remedies for Peace)। তাই গৃহে সুখ-শান্তি বজায় রাখতে প্রতিদিন কর্পূর জ্বালিয়ে রাখুন। কর্পূরের ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। পূজার সময় কর্পূর জ্বালিয়ে আরতি করুন। বন্ধ হবে নেগেটিভ এনার্জির প্রবেশ পথ। অপরদিকে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার।