Remedies for Shani Dev: শনির বক্র দৃষ্টিতে জীবন হয়ে যেতে পারে ছারখার! মুক্তি পাওয়ার উপায় কি? জেনে নিন

Follow these Remedies to get rid of Shani Dev’s Crooked Eye: দৈনন্দিন কার্যকলাপের পাশাপাশি গ্রহের শুভ-অশুভ দশার প্রভাবেও আমাদের জীবনে নানান ঘটনা ঘটে থাকে। যার মধ্যে অন্যতম হলো শনিদেবের প্রভাব। যে দেবতার নাম শুনলে ভয়ে কম্পিত হয় ব্যক্তিবর্গ। এই দেবতার বক্র দৃষ্টি যার উপর পড়ে তার জীবন ছারখার করে দেয়। যার জন্য অনেকেই নানা ধরনের রত্ন ধারণ করেন। কিন্তু তাতেও কার্যকরী হয় না। তাহলে শনির কু-দৃষ্টি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? আজকের এই প্রতিবেদনে শনি দশা থেকে মুক্তির প্রতিকারই (Remedies for Shani Dev) জানানো হয়েছে। যা নির্দিষ্ট ভাবে পালন করলে শনি দশা কেটে গিয়ে শনির আশীর্বাদ প্রাপ্তি ঘটবে।

হিন্দু ধর্মে শনি দেবতাকে অত্যন্ত ক্রুদ্ধ এবং রাগী দেবতা বলে মনে করা হয়। কিন্তু না, শনি দেবতা আসলে কর্ম অনুসারে ফল প্রদান করেন। যে যেমন কর্ম করে সে তেমন ফল পান। ফলেই কোনো ব্যক্তির উপর যদি শনির কু-দৃষ্টি বা বক্র দৃষ্টি প্রভাবিত হয় তা থেকে মুক্তির উপায়ও রয়েছে। আসুন জেনে নিন শনির অশুভ দশা থেকে মুক্তির উপায়গুলি (Remedies for Shani Dev)।

আরো পড়ুনঃ মেলা হয় তাও নাকি আবার ভূতেদের! শুনেছেন নাকি এমন আশ্চর্য ঘটনা?

শনি দশা কাটাতে যেগুলি করবেন

হনুমান চালিশা পাঠ:- শনির বক্র দৃষ্টি থেকে মুক্তি পেতে প্রতি শনি ও মঙ্গলবার পাঠ করুন হনুমান চালিশা। এতে শনি দেব প্রসন্ন হবেন এবং ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষন করবেন। এর পাশাপাশি প্রতি শনিবার শনি দেবের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে কেটে যাবে শনির অশুভ দশা।

পশু পাখিদের খাওয়ান:- শনি বাবা পশু-পাখিদের খুবই পছন্দ করেন। বিশেষ করে কালো কুকুরদের। তাই শনিদেবকে তুষ্ট করতে পশু-পাখিদের খাওয়াতে পারেন। এতে শুভ কর্মফল পাওয়া যাবে।

দরিদ্র এবং প্রবীণ ব্যক্তিদের সহিত সু ব্যবহার:- ভুলেও কখনো দরিদ্র, অসহায় অথবা প্রবীণ ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করবেন না। এতে অত্যন্ত রুষ্ট হন শনি দেবতা। রুষ্ট হয়ে রাজা থেকে ভিখারি করে দিতে পারেন শনিদেবতা। তাই এই ব্যক্তিদের সাথে সু আচরণ করে আশীর্বাদ গ্রহণ করুন। ফলপ্রাপ্তি ঘটবে।

গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা:- শনি বাবাকে প্রসন্ন করতে সর্বদা কাজের জায়গা হোক বা গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে শনির বক্র দৃষ্টি ব্যক্তিকে আক্রমণ করতে পারবে না। এতে প্রসন্ন হয়ে ব্যক্তির উপর শুভ দৃষ্টি বর্ষণ করবেন শনি দেব।

আরো পড়ুনঃ আপনার অর্থ সংকটের কারণ অভ্যাস নয় তো! লক্ষ্মী কৃপা পেতে ত্যাগ করুন এই ৬ কর্ম

শনি দশা থেকে মুক্তি পেতে যেগুলি করবেন না

মাদক সেবন:- শনি বাবার অশুভ দশা থেকে মুক্তি (Remedies for Shani Dev) পেতে কখনোই মাদক সেবন করবেন না। বিশেষ করে অমাবস্যা তিথি বা শনিবারে মাদক সেবন করা উচিত নয়। এতে শনিদেব রুষ্ট হয়ে শনির কোপে পড়তে পারেন ব্যাক্তি।

চৌর্য বৃত্তি বা ঠকানো:- চৌর্য বৃত্তি বা কাউকে ঠকানো মোটেও পছন্দ করেন না শনি দেব। তাই ভুলেও অন্যের ধন-সম্পত্তি চুরি করা বা কাউকে ঠকাবেন না। এই অপকর্ম থেকে বিরত থাকুন। দেখবেন শনি দেব ভালো ফল প্রদান করবেন।

অশ্বত্থ গাছ না কাটা:- শনি দেবতার অন্যতম প্রিয় একটি গাছ হল অশ্বত্থ গাছ। তাই শনির কোপ থেকে মুক্তি পেতে অশ্বত্থ গাছ বা অশ্বত্থ গাছের ডালপালা ভুলেও কখনো কাটবেন না।