Negative Energy Remedies: সামান্য নুন-জলে দূর হবে নেগেটিভ এনার্জি! কিভাবে করবেন? রইল পদ্ধতি

Follow these remedies to remove negative energy: ভালো মন্দের মিশ্রণে কাটে আমাদের দৈনন্দিন জীবন। গ্রহ-নক্ষত্রের পরিবর্তনে এবং ভালো কর্মের কারণে যেমন শুভ শক্তির সঞ্চার ঘটে তেমনি নিজেদের ভুল ত্রুটিতেই অশুভ শক্তি বিস্তার করে। নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। যা সেই পরিবারসহ সদস্যদের অতিষ্ঠ করে তোলে। তবে তা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আজকের প্রতিবেদনে সেই নেতিবাচকতা কাটিয়ে ওঠার বেশ কিছু প্রতিকারই জানানো হয়েছে। যা নির্দিষ্টভাবে পালন করলে মিলবে দারুন ফল। গৃহ সুখ-শান্তি-সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। নেগেটিভ এনার্জি (Negative Energy Remedies) আগমনের পথ বন্ধ হবে। আসুন এই মুশকিল আসান জেনে নেওয়া যাক।

ধূপের প্রতিকার

জীবনে শান্তি নেই? বারংবার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে? নেতিবাচকতা (Negative Energy Temedies) দূর করতে বাড়িতে জ্বালুন সুগন্ধি ধূপকাঠি। যে কোনো পূজা পার্বণে ধূপ জ্বালানো হয়। যা বাড়ির সুখ-শান্তি বৃদ্ধি করে। তাই পজিটিভ এনার্জি প্রবেশ করাতে বাড়িতে ধূপের গন্ধ ছড়িয়ে দিন। শুভ প্রভাব মিলবে।

নুন-জল দিয়ে ঘর পরিষ্কার

নেগেটিভ এনার্জির অন্যতম একটি মুশকিল আসান হল নুন-জলের প্রতিকার। এক নিমেষেই দূর হবে অশুভ প্রভাব। তার জন্য গৃহ পরিষ্কার রাখার পরামর্শ দেন জ্যোতিষীরা। ঘর মোছার সময় নুন-জল দিয়ে ঘর মোছার পরামর্শ দেন। এতে করে শুভ ফল পাওয়া যায়। সমস্ত অশুভ প্রভাব কেটে গিয়ে সুখের দেখা পাবে সেই পরিবার। আয় উন্নতির পথ প্রশস্থ হবে।

আরো পড়ুনঃ প্রতি সোমবার শিব পূজা করেন? সঠিক নিয়মে পূজা না করলেই অতিষ্ঠ হতে পারে জীবন

গাছ রোপন

বাস্তুশাস্ত্রে পজিটিভ এনার্জি আগমনে বেশ কিছু উদ্ভিদকে গুরুত্ব দেওয়া হয়। শাস্ত্র বলে বাড়িতে শুভ প্রভাব, ইতিবাচকতা তখনই বিরাজ করে যখন গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পাশাপাশি উদ্ভিদেরও বিশেষ কার্যকারিতা থাকে। ফলে পজিটিভ এনার্জি আনতে বাড়িতে টবে করে ছোট ছোট গাছ লাগান। যেমন মানিপ্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট প্রভৃতি। গৃহে আয় উন্নতির অভাব হবে না, সর্বদা সুখ বিরাজ করবে।

বাথরুমে নুন জল রাখা

গৃহে শুভ প্রভাব আনতে বাথরুমে রাখুন নুন জলের মিশ্রণ। কারণ নেগেটিভ এনার্জীর আঁতুরঘর হলো বাথরুম। ফলেই এই প্রতিকার করলে অত্যন্ত কার্যকরী হবে। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যতা সৃষ্টি হবে। কাজ সফল হবে।

আরো পড়ুনঃ শনিদেবকে তুষ্ট রাখতে প্রতি শনিবার এই বিশেষ কাজ করতেই হবে

লেবুর রস, নুন, ভিনিগার, জল সহযোগে গৃহ পরিষ্কার

নেগেটিভ এনার্জিকে ঘায়েল (Negative Energy Remedies) করতে লেবুর রস, ভিনিগার, নুন ও জলের মিশ্রণের প্রতিকার করুন। এই মিশ্রণটি দিয়ে ঘরের জানালা দরজা মুছুন। সম্ভব হলে গৃহের দরজার সামনে সিন্ধক নুন রেখে দিন। ইতিবাচকতাকে প্রবেশ করতে দেবে না। বিপদের ঢাল হয়ে দাঁড়াবে এই প্রতিকার।

নেগেটিভ এনার্জি দূর করতে নুনের কার্যকারিতা প্রচুর। লক্ষ্য করলে দেখবেন দুপুরবেলা, রাত্রিবেলা কাউকে খাবার দিলেও বাড়ির গৃহবধূরা খাবারের পাশে নুন দিয়ে দেয়।