Tulsi plant rituals: লক্ষী-নারায়ণের আশীর্বাদ পেতে তুলসী গাছে নিবেদন করুন এই পাঁচ জিনিস, সৌভাগ্যবৃদ্ধি হবেই

Follow these rituals to worship the Tulsi plant to get the blessings of Lakshmi-Narayan: হিন্দু শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য রয়েছে তুলসী দেবীর। শুধু তাই না, সনাতন ধর্মে এই তুলসী গাছকে এক পবিত্র গাছ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই তুলসী গাছে বসবাস মা লক্ষ্মীর। কার্তিক মাসে অনেকেই লক্ষী-নারায়ণের কৃপা পেতে তুলসী গাছের পূজা করেন। কারণ শাস্ত্রমতে, তুলসী গাছের পূজা করলে নাকি লক্ষী-নারায়নের বিশেষ কৃপা লাভ করা যায়। আয়ুর্বেদ শাস্ত্রে যেমন তুলসী দেবীর গুরুত্ব রয়েছে তেমনি ধর্ম শাস্ত্রে মা তুলসী দেবীর বেশ গুরুত্ব রয়েছে। দেবীর পূজা করলে কেটে যায় সমস্ত বাধা-বিপত্তি। গৃহসহ ব্যক্তির জীবনে উন্নতি প্রভাব লক্ষ্য করা যায়। অপরদিকে শাস্ত্র বলছে, জীবনে সুখ-শান্তি, সমৃদ্ধি পেতে চাইলে এই ৫ নিয়মে তুলসী গাছের পূজা করুন। মনুষ্যজীবনে কোনো কিছুর অভাব ঘটবে না। মসৃণ পথে অতিবাহিত হবে। তাই সময় নষ্ট না করে জেনে নিন তুলসী গাছ পূজার পাঁচটি উপায় (Tulsi plant rituals)।

জল নিবেদন

শাস্ত্র অনুযায়ী, লক্ষী-নারায়ণের কৃপা পেতে পূজা করুন তুলসীর। শুধু পূজা নয়, প্রতিদিন স্নান করে উঠে তুলসী পূজার পর তুলসী গাছে জল নিবেদন করুন। এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহ সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তুলসী গাছ যত সতেজ হবে সেই সংসার সহ সংসারের সদস্যরাও ততই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে।

আখের রস নিবেদন

জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে, সংসার সুখের করতে তুলসী গাছের গোড়ায় জলের পাশাপাশি আখের রসও নিবেদন করতে পারেন। প্রতি পঞ্চমী তিথিতে এই কাজটি করলে আপনার সংসারে সুখ-শান্তি ও ধনসম্পদ বৃদ্ধি পাবে। সমস্ত ঝামেলা-অশান্তি কেটে যাবে। পদছাপ পড়বে শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর।

প্রদীপ জ্বালানো

জ্যোতিষশাস্ত্র মতে, তুলসী দেবীকে খুশি করতে সন্ধ্যাকালীন সময়ে তুলসী মন্দিরে জ্বালুন ঘিয়ের প্রদীপ (Tulsi plant rituals)। এতে তুলসী দেবী প্রসন্ন হন। পাশাপাশি বাস্তুদোষ বা গ্রহদোষ থাকলেও তা কেটে যায়। শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদে ধনবর্ষণ ঘটে।

কাঁচা দুধ নিবেদন

সংসার সোনার মতো করতে গেলে জল, আখের রস এইসবের পাশাপাশি তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করতে পারেন। জ্যোতিষী মতে, এই নিয়ম অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে ব্যক্তির উপরে থাকা সমস্ত নেতিবাচক প্রভাব কেটে যায়। ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। জীবন সুখের হয়ে ওঠে। কেরিয়ার জীবনেও ঘটে উন্নতি। দাম্পত্য জীবন হয়ে ওঠে সুখের।

বিবাহ সামগ্রী নিবেদন

ধর্মীয় শাস্ত্র বলছে বিষ্ণু এবং তাঁর সহধর্মিনী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে তুলসী গাছে নিবেদন করুন বিবাহ সামগ্রী। অর্থাৎ তুলসী গাছে নিবেদন করুন বিবাহের লাল ওড়না, চুরি, টিপ, সিঁদুর, কুমকুম প্রভৃতি সামগ্রী। এই নিয়মে পূজা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। ব্যক্তির দাম্পত্য জীবন আরো মজবুত হয়ে ওঠে। সকল ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। প্রতিমাসে দুটি একাদশীতে এই নিয়মে তুলসী পূজা (Tulsi plant rituals) করতে পারেন। তবে সবসময় তুলসী গাছ কলবের সাথে বেঁধে রাখুন। দেখবেন সৌভাগ্য বৃদ্ধি ঘটবে।