Maa Laxmi tips: ঘরে টাকার পাহাড় হবে! মা লক্ষ্মীর কৃপা পেতে জানুন গোপন নিয়মগুলি

Follow these secret tips to get grace of Maa Laxmi: অর্থ কে না চায়? বর্তমান সময়ে অর্থের গুরুত্ব কম বেশি সকলের কাছে অনেকটাই বেশি। যার ফলে অনেকেই অর্থ লাভের জন্য ধনদেবী লক্ষ্মীর পূজা করেন। মূলত ধনসম্পত্তি, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলা হয় দেবী দুর্গার কন্যা লক্ষ্মীকে। আর সেই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য, দেবীর বিশেষ কৃপা লাভ করার জন্য অনেকেই দেবীর আরাধনা করেন। তবে আসন্ন মহালক্ষ্মীর পুজোতে যদি এই গোপন প্রতিকারগুলি করেন আপনার গৃহ অর্থে পরিপূর্ণ হয়ে উঠবে। ঘুচে যাবে সমস্ত অর্থকষ্ট। জেনে নিন ৬টি লক্ষ্মী টিপস (Maa Laxmi tips)।

রুটি ও গুড়ের প্রতিকার

মহালক্ষ্মীর বিশেষ কৃপা (Maa Laxmi tips) লাভ করতে আটটা রুটিতে গুর মাখিয়ে পাখিদের খাওয়ান। দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে মজবুত হচ্ছে। প্রতি মঙ্গলবার করুন এই প্রতিকার। এর পাশাপাশি প্রতি মঙ্গলবারে দুধ দিয়ে সুজি রান্না করে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। এতে মা সন্তুষ্ট হবেন। যার ফলে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন।

অর্থদানের প্রতিকার

বৃহস্পতিবারকে লক্ষীবার হিসেবে ধরা হয়। অন্যদিকে বৃহস্পতি নামে গ্রহ রয়েছে। এই গ্রহকে সচল রাখতে পরিবারের একত্রে অর্থ সঞ্চয় করে সেই অর্থ পুরোহিতকে দান করুন। দেখবেন গৃহে সুখ-শান্তি, সমৃদ্ধি সহ সব ইতিবাচক প্রভাব ফিরে আসছে।

লাল ফুল ও দুধের প্রতিকার

আর্থিক দিক মজবুত করতে চাইলে অথবা আর্থিক উন্নতি চাইলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে মহা লক্ষ্মীর চরণে অর্পণ করুন লাল রঙের ফুল। অর্থ সাশ্রয় হবে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। পাশাপাশি শুক্রবার দুধের তৈরি যেকোনো ভোগ নিবেদন করে দেবীর আরাধনা করুন। দেখবেন মহালক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন।

কলা ও সূর্যমুখী ফুলের প্রতিকার

যে কোনো মন্দিরে আপনি যদি তিনটি কলা অর্পণ করেন এবং সূর্যমুখী ফুল নিবেদন করেন তাহলে আপনার অর্থের স্থিতি ঘটতে পারে। বাজে খরচ থেকে আপনি মুক্ত হতে পারেন।

ছোলার ডালের প্রতিকার

শাস্ত্রমতে দেবী লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট হন। ফলে দেবীকে প্রসন্ন করতে সপ্তাহের বৃহস্পতিবার প্রবাহমান জলে অর্পণ করুন ৪০০ গ্রাম ছোলার ডাল। এই প্রতিকারটি টানা ৪৩ দিন করুন। দেখবেন ফল পাচ্ছেন।

মধুর প্রতিকার

পরিবারে সুখ-শান্তি সমৃদ্ধি আনতে ঠাকুর ঘরে ধনলক্ষ্মীর সামনে স্থাপন করুন এক ঘটি মধু। এতে মা দেবী দ্বিগুণ প্রসন্ন হয়ে পরিবারের উন্নতি ঘটাবেন। সেই গৃহে কোনো নেতিবাচক প্রভাব আসতে দেবে না মা লক্ষ্মী (Maa Laxmi tips)।