Akanda Flower: ভাগ্য বদলাতে মেনে চলুন আকন্দ ফুলের এই ছটি টোটকা; ফল পাবেন হাতেনাতে

Follow these six remedies of Akanda flower to change your luck: হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় প্রত্যেকটা গাছ এবং ফুলের মধ্যেই ভগবানের বাস রয়েছে। সেই কারণেই হিন্দু শাস্ত্রে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আকন্দ গাছ হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং মনে করা হয় এখানে ভগবান গণেশের বাস রয়েছে। আপনি যদি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আকন্দ ফুলের (Akanda) এই টোটকাগুলো আপনার খুবই কাজে লাগবে। আপনি যদি দেবাদিদেব মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করেন তাহলে আপনার মনের সমস্ত বাসনা তিনি পূর্ণ করবে এমনটাই হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। চলুন আরো কিছু বিশেষ প্রতিকারের কথা আমরা জেনে নিই এই প্রতিবেদনে।

১. সাদা আকন্দ ফুলের (Akanda Flower) ফল থেকে যে তুলো পাওয়া যায় তা দিয়ে একটি বাতি জ্বালিয়ে নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে। এতে আপনার ধন-সম্পত্তির বৃদ্ধি ঘটবে। যে ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার ওপর বজায় থাকবে।

২. কোন ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর প্রতি সোমবার শিবলিঙ্গে ১১ টি করে আকন্দ ফুল (Akanda Flower) অর্পণ করেন তাহলে দীর্ঘদিনের রোগের হাত থেকে রেহাই পেতে পারেন। আপনি এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন।

৩. রবিপুষ্য নক্ষত্রে আপনি যদি লাল কাপড়ে মুড়িয়ে সাদা আকন্দ (Akanda Flower) ঘরে রাখেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ফিরে আসবে। আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে আপনার জীবনে।

৪. বুধ গ্রহ যদি কারো কুণ্ডলীতে অশুভ ফল দেয় সে ক্ষেত্রে সেই ব্যক্তি ভগবান গণেশের চরণে প্রতি বুধবার পাঁচটি করে বাবলা ফুল এবং মোদক অর্পণ করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

আরো পড়ুনঃ কেমন কাটবে আপনার আজকের দিনটি? অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে কি?

৫. হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আপনি যদি বাড়িতে ইতিবাচক প্রভাব বজায় রাখতে চান তাহলে সাদা আকন্দের (Akanda Flower) গাছ লাগান। বাড়ি থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে।

৬. ধরুন দীর্ঘদিন ধরে কোন ব্যক্তি পরিশ্রম করেও সেই ফল পাচ্ছেন না, কাজের চেষ্টা করেও সেখানে সফলতা লাভ করতে পারছেন না; তাহলে এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায়? প্রতি মঙ্গলবার হনুমানজিকে ১১ টি করে আকন্দ ফুল অর্পণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এক নিমেষে।