Swastik Sign for Happiness: ঘরে বাড়ছে অশান্তি? কোনো চিন্তা নেই স্বস্তিক চিহ্ন আপনার জীবনে এনে দেবে আমূল পরিবর্তন

Follow these tips of Swastik Sign to get Happiness in the Family: হিন্দুধর্মের যেকোনো অনুষ্ঠানে স্বস্তিক চিহ্ন অবশ্যই প্রয়োজন পড়ে। বিয়ে হোক কিংবা অন্নপ্রাশন অথবা অন্য কোন শুভ অনুষ্ঠান স্বস্তিক চিহ্ন ঘটে না এঁকে কোন কাজই সম্পন্ন হতে পারে না। হিন্দুদের অবশ্যই মঙ্গলঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই চিহ্নটি অত্যন্ত শুভ। বাড়িতে যদি এই স্বস্তির চিহ্ন আপনি আঁকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে সৌভাগ্য, শিক্ষা থেকে কর্ম সর্বত্রই আপনি সফলতা পাবেন। আজকে প্রতিবেদন থেকে আপনি বিস্তারিতভাবে সমস্তটাই জানতে পারবেন (Swastik Sign for Happiness)।

আপনার বহু অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই প্রতিবেদনেই। কিভাবে এই স্বস্তিক চিহ্ন আপনার জীবনে সৌভাগ্য ডেকে আনবে? সনাতন হিন্দুধর্মে শুভ কাজ মানেই হলো স্বস্তিক চিহ্ন। মনে করা হয় এই চিহ্ন আমাদের সঠিক দিকনির্দেশনা করবে এবং সঠিকভাবে যদি স্বস্তিক চিহ্ন তৈরি করা যায় তা ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক (Swastik Sign for Happiness) তৈরি করলে কী কী উপকার পেতে পারেন জানুন বিস্তারিতভাবে।

অনেকেই আছেন যারা জীবনের প্রতিটা পদক্ষেপে বাস্তুশাস্ত্রকে মানেন। তাই নিজের বাড়ির ক্ষেত্রেও সর্বদা সচেতন থাকা উচিত। স্বস্তিক প্রতীক উত্তর-পূর্ব বা উত্তর দিকে করলেই উত্তম বলে মনে করা হহয় সমস্ত বাধা-বিপত্তি কেটে জীবনে নেমে আসবে সৌভাগ্য (Swastik Sign for Happiness)।

আপনি চাইলে বাড়িতে অষ্টধাতু বা তামার তৈরি একটি স্বস্তিক প্রতীকও রাখতে পারেন। এরফলে আপনার জীবনে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে, পাশাপাশি আপনার ঘরে নিয়ে আসবে মঙ্গল আবহ। সেই কারণেই চন্দন, কুমকুম বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করা হয়। তবে কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যেমন, ভুল করেও উল্টানো স্বস্তিকা তৈরি এবং ব্যবহার করা উচিত নয়।

আপনাদের জেনে রাখা উচিত, ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্যের প্রতীক হিসাবে গণ্য করা হতো। এই চিহ্নটি চারটি দিককে নির্দেশ করতে সাহায্য করে। স্বস্তিককে মঙ্গলের প্রতীক হিসাবেও চিহ্নিত করা হয়। মনে করা হয় সৌভাগ্য যেনো আকর্ষণ করে চুম্বকের মতো (Swastik Sign for Happiness)। সর্বদা পজেটিভ এনার্জি বজায় থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। স্বস্তিক প্রতীক তৈরি করলে সমস্ত শুভকাজ সিদ্ধ হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?