Paush Purnima Tips: পৌষ পূর্ণিমায় এই জিনিসগুলি বাড়িতে আনলেই হবে লক্ষ্মীলাভ! দূর হবে অর্থ সংকট!

Paush Purnima If you follow these tips, you will get benefit from Lakshmi: হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমা তিথিটির গুরুত্ব অপরিসীম। এই দিন পবিত্র গঙ্গা বা অন্য কোনো নদীতে স্নান সেরে, দান করে লক্ষীনারায়ণ এবং চন্দ্র দেবের আরাধনা করা হয়। এবছর পৌষ পূর্ণিমা তিথি পড়েছে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার। পৌষ পূর্ণিমার শুভ তিথিতে এই বছর আবার প্রীতি যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও গুরু পুষ্য যোগ তৈরি হওয়ার কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই দিন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পাশাপাশি চন্দ্র দেবের আরাধনা করলে সুখ শান্তিতে জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। জীবন থেকে ধন সম্পদের অভাব দূর হয়। অস্ত্র বিশেষজ্ঞরা বলেন পৌষ পূর্ণিমার (Paush Purnima Tips) এই দিন বিশেষ কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে এলে সারা বছরের মতো অভাব অনটন বাড়ি থেকে দূর হয়ে যায়। দেখে নিন সেগুলো কি কি।

১) সোনা ও রুপো:- এ বছর পৌষ পূর্নিমা তিথিতে (Paush Purnima Tips) গুরু পুষ্য যোগ সৃষ্টি হয়েছে। এই যোগের সময় সোনা ও রূপোর গয়না বা এই দুই ধাতু দিয়ে তৈরি অন্য জিনিস কিনলে তা অত্যন্ত শুভ বলে চিহ্নিত হয়। এই দুটি সুখ ও সমৃদ্ধির প্রতীক। এ কারণে পৌষ পূর্ণিমার দিন এই দুটি বাড়িতে নিয়ে এলে ধন সম্পদের দেবী লক্ষ্মী তুষ্ট থাকেন এবং ভক্তকে আশীর্বাদ করেন।

২) গাড়ি ও বাড়ি:- পৌষ পূর্ণিমা তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার কারণে এই পবিত্র দিনটি (Paush Purnima Tips) গাড়ি ও বাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

৩) পুজো সামগ্রী:- পবিত্র এই দিনটিতে পুজোর বিভিন্ন সামগ্রী যেমন অক্ষত, সিঁদুর, ধর্মীয় বই, দেব-দেবীর মূর্তি ইত্যাদি কিনলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং সুখ-সমৃদ্ধিতে জীবন পরিপূর্ণ হয়ে ওঠে।

৪) ছোলার ডাল:- ছোলার ডালকে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত বলে মনে করা হয়। কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ সংক্রান্ত কোনো দোষ থাকলে গুরু পুষ্য যোগ এর সময় ছোলার ডাল কিনে আনলে শুভ ফল লাভ করা সম্ভব হয়।

তবে এ বছরের পৌষ পূর্ণিমার।(Paush Purnima Tips) এই শুভ যোগের মধ্যে কোনো সামগ্রী কিনতে না পারলে এই দিন সমস্ত আচার নিয়ম মেনে লক্ষী দেবীর পুজো করলে এবং শ্রী সুক্ত পাঠ করলে লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে ধন-সম্পদ লাভ করা সম্ভব হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?