Vastu tips about bed: ঘরে জায়গা না থাকলেও খাটের নিচে রাখবেন না এই ৫ জিনিস

Follow these Vastu tips about bed to stay happy: অনেক সময় আমরা অনেকেই বেশ কিছু জিনিস জায়গায় অভাবে খাটের নিচে রেখে দি। বা অনেক সময় মনে করি খাটের নিচে কোনো জিনিস থাকলে তা নিরাপদে থাকবে। আসলে জিনিসটি হয়তো নিরাপদে থাকে। কিন্তু এমন কিছু জিনিস আছে যা খাটের নিচে থাকলে আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। এই দুর্ভাগ্যের কারণ নির্ধারণ করতে গিয়ে বাস্তু বিশেষজ্ঞরা বলেন বাড়িতে কিছু প্রয়োজনীয় দ্রব্য রাখার স্থান নির্ধারণে ভুল হওয়ার কারণেই সৃষ্টি হয়েছে বাস্তু দোষ। আর এই দোষ থেকেই বাড়ির সমস্ত ইতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হয়। ফলে বাড়ির বাসিন্দারা নানা রকম সমস্যায় ভুগতে থাকেন (Vastu tips about bed)।

একারণেই বাস্তু বিশেষজ্ঞরা বাড়ির খাটের নিচে কিছু জিনিস না রাখার পরামর্শ দেন (Vastu tips about bed)। জিনিস গুলি কি কি জেনে নিন –

১) ঠাকুর দেবতার স্থান আমাদের মাথার উপর। কিন্তু কোনো কারণে বাড়িতে যথোপযুক্ত জায়গা দিতে না পেরে যদি ঠাকুর দেবতার ফটো বাক্সবন্দী করে খাটের নিচে রেখে দেন তবে বাস্তু দোষ সৃষ্টি হবে। সেই সঙ্গে নিজের মৃত পূর্বপুরুষদের ছবিও যদি খাটের নিচে রাখেন তবে দুর্ভাগ্য কোনোদিন আপনার পিছু ছাড়বে না (Vastu tips about bed)।

২) রান্না করা খাবার কখনো খাটের নিচে রাখা উচিত নয় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। তাদের মতে খাবার খাটের নিচে রাখলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং এর ফলে অথনৈতিক সংকট সৃষ্টি হয়। সেই সঙ্গে বাড়ির সদস্যদের মনে নানা রকম কুচিন্তা বাসা বাঁধে।

৩) খাটের নিচে কখনোই সোনা ইত্যাদি ধাতু দিয়ে তৈরি অলংকার রাখতে নেই। এতে বাস্তু দোষ সৃষ্টি হয়। আর এর ফলে পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটে (Vastu tips about bed)।

৪) বাড়ির অতিরিক্ত কিছু বাসনপত্র অনেকেই খাটের নিচে রেখে দেন। কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলেও বাস্তু দোষ তৈরি হয়। জীবনে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। দাম্পত্য কলহ তীব্র আকার ধারন করে। সেই সঙ্গে আর্থিক অবস্থায় অবনতি হয়।

৫) অনেকেই আছেন যারা কিছু পরিমাণ টাকা বিছানার তোষকের নিচে বা বালিশের নিচে রেখে দেন। বাস্তুবিদদের মতে এই কুঅভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত। কারণ এটি আপনার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটাতে পারে।