Gopal: বাড়িতে গোপাল থাকলে মানুন এই নিয়ম; নিত্যভোগে দিতে হবে এই জিনিস

Follow this rule if you have Gopal at home: প্রত্যেক হিন্দু বাড়িতে গোপাল (Gopal) প্রতিষ্ঠা করার রীতি রয়েছে। ধরে নেওয়া হয় গোপালের মধ্য দিয়ে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। কোন ব্যক্তি যদি নিত্যদিন গোপালের পুজো করে তাহলে তার সুখ, সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি হতে কেউ আটকাতে পারবে না। মন্দিরে গিয়ে অনেকে গোপালের দর্শন করেন আবার অনেকেই নিজের বাড়িতেই গোপালকে প্রতিষ্ঠা করেন। তবে গোপালকে প্রতিষ্ঠা করলেই হলো না তাকে ভোগ দেওয়া থেকে শুরু করে পুজো করার বিভিন্ন নিয়ম আছে। যেগুলো সম্পর্কে অবগত হতে হবে।

হিন্দু ধর্মের মানুষের মনে বিশ্বাস যে, গোপালের (Gopal) পূজা করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। বহু মানুষ এমন আছেন যারা মন্দিরে গিয়ে গোপালের দর্শন করে তাদের কষ্ট থেকে মুক্তি পেতে চায়। আবার এই কষ্ট দূর করার জন্য অনেকে গোপালকে বাড়িতেই প্রতিষ্ঠা করেন। ঘরে গোপাল প্রতিষ্ঠা করে পুজো করলে অনেক উপকার হয় এবং জীবনের বহু বাধা-বিপত্তি থেকেও মুক্তি পাওয়া যায়। ব্যক্তির ধন-সম্পদ, যশ-সম্মান বৃদ্ধি পায়।একথা সত্যি যে মানুষ গোপালকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু রাখার নিয়ম জানে না। এমতাবস্থায় এগুলো বাড়িতে বসানোর সুবিধা পাওয়া যায় না।

আপনারা নিশ্চয়ই জানেন গোপাল (Gopal) হলেন ভগবান কৃষ্ণের শিশু রূপ, তাই বাড়িতে যদি গোপাল থাকে তাহলে অবশ্যই তাকে শিশুর মতোই সেবা করবেন। কোনদিনও বাড়িতে গোপালকে একা রাখবেন না। আপনি যেখানে যাবেন গোপালকে সেখানে নিয়ে যাবেন।

আরেকটি কথা মাথায় রাখবেন গোপালকে (Gopal) প্রতিদিন স্নান করাতে হয়। গোপালের স্নানকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। গোপালকে স্নান করানোর সময় অবশ্যই শঙ্খ ব্যবহার করা উচিত, কারণ এটি বিশ্বাস করা হয় যে শঙ্খটিতে দেবী লক্ষ্মী বাস করেন। গোপালকে যে জলে স্নান করাবেন সেই জল যেখানে সেখানে ফেলবেন না তার বদলের তুলসী তলায় ঢেলে দিতে পারেন।

আরো পড়ুনঃ জেনে নিন বাড়িতে কিভাবে রাখবেন শঙ্খ; বর্ষিত হবে মা লক্ষ্মীর আশীর্বাদ

প্রথমে গোপালকে (Gopal) স্নান করাবেন তারপর তার মেক আপ করাতে হবে। স্নানের পর গোপালকে সর্বদা ধোয়া এবং পরিষ্কার কাপড় পরাবেন। এইসব বিষয়গুলো যাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত তাদের অবশ্যই খেয়াল রাখতে হয়। এরপর ভগবানকে চন্দনের টিকা লাগান এবং অলংকার পরান। সুন্দরভাবে অলংকার করালে গোপাল খুশি হন।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো গোপালকে দিনে ৪ বার খাবার নিবেদন করুন। খেয়াল রাখবেন আপনি যেই ভোগ নিবেদন করছেন তা যেনো সাত্ত্বিক হয় এবং এতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করবেন না। এছাড়াও যদি আপনার রান্নাঘরে কোন সাত্ত্বিক খাবার রান্না করা হয়, সেটাও গোপালকেও দেওয়া যেতে পারে।