Durga puja 2023: দরজায় কড়া নাড়ছে মা! পুজোর নির্ঘণ্ট জানা আছে তো?

Full schedule of Durga puja 2023: ২৯ সেপ্টেম্বর থেকে চলছে পিতৃপক্ষ। আর তো মাত্র কটা দিন। মা দুর্গা আমাদের এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছেন মর্ত্যলোকে। তবে বিশ্বকর্মা পুজো থেকেই বাঙালির উন্মাদনার শেষ নেই। প্যান্ডেল তৈরি থেকে পুজোর শপিং,সবকিছুই চলছে জোর কদমে। মহালয়ার শুভক্ষণ থেকেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। আর তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাজনা বাজা শুরু হয়ে যাবে (Durga puja 2023)।

কিন্তু আপনি কি জানেন আশ্বিন মাসের শুক্ল পক্ষে দেবীর এই পুজোর অনুষ্ঠানকে অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুযায়ী লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাম রাবণের যে যুদ্ধ শুরু হয়েছিল সে সময় যুদ্ধে জয়লাভ করতে এই শারদীয়া তিথিতে রামচন্দ্র মায়ের পুজো করেছিলেন। সে সময় ব্রহ্মা এবং মহেশ্বরও মা দুর্গার আরাধনা করেছিলেন যাতে মা আবির্ভূত হয়ে শ্রীরামকে শক্তি দেন। এই সময় থেকেই অশ্বিন মাসের শুক্লপক্ষে শুরু হয় দুর্গাপূজার উৎসব (Durga puja 2023)।

প্রতি বছর মায়ের আগমন ও গমন হয় ভিন্ন বাহনে চড়ে। এবছরও তার অন্যথা হবে না। সেই সঙ্গে এবছর পুজোয় ক্রিকেট প্রেমী বাঙালির পোয়া বারো। কারণ শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। একদিকে বাইশ গজের লড়াই,অন্যদিকে দুর্গাপুজোর উন্মাদনা, সব মিলিয়ে বাঙালির উল্লাসের শেষ নেই। কিন্তু আমাদের এই প্রাণের উৎসবগুলি ঠিক কোন কোন দিনে পড়েছে আপনার মনে আছে তো? একবার চোখ বুলিয়ে নিন তারিখ গুলিতে। মায়ের মর্ত্যে আসতে আর কিন্তু দেরী নেই।

১৪ ই অক্টোবর- মহালয়া (পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা।)
২০ ই অক্টোবর ২০২৩- মহাষষ্ঠী
২১ ই অক্টোবর ২০২৩- মহাসপ্তমী
২২ ই অক্টোবর ২০২৩- মহাঅষ্টমী
২৩ ই অক্টোবর ২০২৩- মহানবমী
২৪ ই অক্টোবর ২০২৩- বিজয়া দশমী
২৮ ই অক্টোবর ২০২৩- কোজাগরী লক্ষ্মী পুজো।
১২ ই নভেম্বর ২০২৩- দীপান্বিতা কালীপুজো
১৪ ই নভেম্বর ২০২৩- ভ্রাতৃদ্বিতীয়া

পুজোর নির্ঘণ্ট জেনে গেলেন তো। এখন তৈরি হয়ে যান পুজোর আনন্দে নিজেকে মাতিয়ে তুলতে (Durga puja 2023)।