Tips for Chines Rose: এই ৫ ফুল এনে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদ! দেখুন কি বলছে জ্যোতিষ শাস্ত্র!

If you follow these tips of China Rose, you get the blessings of Maa Lakshmi: হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে যে কোনো দেব দেবীর পুজোর একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো ফুল। সমস্ত দেবতার পুজোতেই নানা ধরনের ফুল অর্পণ করা হয়। তবে জ্যোতিষ বিশেষজ্ঞের মতে দেবতার আরাধনার সময় যদি সেই দেবতার পছন্দের ফুলটি তার কাছে নিবেদন করা হয় তবে তিনি আরো বেশি সন্তুষ্ট হন। প্রতিটি মানুষই চান ধন সম্পদের দেবী লক্ষ্মীকে তুষ্ট রেখে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করতে। এ প্রসঙ্গে বিশেষ একটি টিপস দিচ্ছেন বারাণসীর বিখ্যাত জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞ সঞ্জয় উপাধ্যায়। তার বক্তব্য অনুসারে জানা যায় মা লক্ষ্মীর সবথেকে পছন্দের পাঁচটি ফুল (Tips for Chines Rose) তার পুজোর সময় অর্পণ করলে লক্ষ্মী দেবী অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তকে আশীর্বাদ করেন। লক্ষ্মী দেবীর আশীর্বাদে ভক্তের জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। জেনে নিন ৫ টি ফুল কি কি।

১) পদ্ম

ধন দেবী লক্ষী স্বয়ং পদ্মাসনা। মা লক্ষ্মীর হাতেও পদ্ম ফুল থাকে। এই ফুলটিকে লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের ফুল বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় মা লক্ষ্মীকে নিয়মিত একটি পদ্ম ফুল অর্পণ করলে সেই ভক্তের জীবন থেকে সমস্ত রকম অভাব, দারিদ্র সহজেই দূর হয়ে যায়।

২) জবা

শুধু দেবী কালী নন, জবা ফুলে সন্তুষ্ট হন মা লক্ষী ও। বিশেষ করে প্রতিদিন মা লক্ষ্মীকে সাদা জবা (Tips for Chines Rose) অর্পণ করলে তার আশীর্বাদে ভক্তের উপার্জন বৃদ্ধি পায়।

৩) চাঁপা

বিশ্বাস করা হয় চাঁপা ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলেও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। শুধু তাই নয় এই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে টিনিবসেই ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন।

৪) শিউলি

অত্যন্ত সুন্দর সুগন্ধ যুক্ত এই ফুলটিও মা লক্ষ্মীর পছন্দের ফুল গুলির তালিকায় অন্যতম স্থান দখল করেছে। শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় মা লক্ষ্মীকে পুজো করার সময় তাকে শিউলি ফুল নিবেদন করলে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করা সম্ভব হয়।

৫) গোলাপ

শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় সুগন্ধী গোলাপ ফুল লক্ষ্মী দেবী অত্যন্ত পছন্দ করেন। প্রতিদিন ৫ টি করে গোলাপ তাকে অর্পণ করলে লক্ষ্মী দেবীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পায়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?