Bhaum Pradosh: ভৌম প্রদোষের দিন করুন এই কাজ গুলি! ঋণের সমস্যা দূর হবে সহজেই!

If you do this work on the day of Bhaum Pradosh, you will get rid of debt easily: অনেক সময় আমাদের জীবনে অর্থনৈতিক সংকট এমন ভাবে প্রভাব বিস্তার করে যে আমরা তার থেকে উত্তরণের কোনো উপায় না পেয়ে ঋণ নিতে বাধ্য হই। ঋণের জালে একবার জর্জরিত হয়ে পড়লে তা থেকে মুক্তি পাওয়া বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। ঋণ নেওয়ার পর সুদ এবং আসল সহ বেশ কিছুটা টাকা চলে যায় ধার শোধ করতে গিয়েই। বৈদিক জ্যোতিষ শাস্ত্র বলে ঋণ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভৌম প্রদোষ উপবাস (Bhaum Pradosh)। বিশেষ এই তিথিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস পালন করলে ঋণ থেকে উত্তরণের উপায় খুব সহজেই পাওয়া যায়।

প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয়। সম্প্রতি যে প্রদোষ উপবাস পালিত হলো সেটি ছিল গত ২৩ জানুয়ারি তারিখে। এই দিনটি মঙ্গলবার ছিল বলে একে ভৌম প্রদোষ ব্রত বলা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে মনে করা হয় বিশেষ এই দিনে পুজো ও উপবাস পালন করলে ভগবান শিব এবং হনুমান অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন। তাদের আশীর্বাদেই ভক্তের ঋণ মুক্তি ঘটে।

প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস পালন করা হয়। শাস্ত্র বিশেষজ্ঞদের মত অনুসারে ভৌম প্রদোষ (Bhaum Pradosh) উপবাস তিথিতে লাল জিনিস দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে জীবনে যারা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ঘটছে তারা প্রদোষ উপবাস তিথিতে লাল জিনিস দান করলে এবং ভগবান মহাদেবকে লাল ফুল অর্পণ করলে এই সমস্যা থেকে মুক্তি পান। ঋণ সংক্রান্ত সমস্যা থাকলে আবার এই দিন উপবাস পালন করে সমস্ত আচার নিয়ম পালন করে মঙ্গল পুজো পালন করা উচিত। এরপর সন্ধ্যায় শিবের রুদ্রাভিষেক করে দুধ, দই, ঘি, চিনি ও মধু দিয়ে স্নান করানো উচিত।

যে সব মানুষদের জীবনে শত্রুরা ক্রমাগত প্রভাব বিস্তার করে এবং বারবার ক্ষতিসাধন করার চেষ্টা করে তারা এই ভৌম প্রদোষ (Bhaum Pradosh) ব্রত ও উপবাস পালন করে বজরংবলীর উপাসনা করলে সমস্ত সমস্যা দূর হয়। এই দিন সকালে লাল বস্ত্র পরে, হনুমানকে লাল ফুলের মালা ও ত্রিকোণাকার তামার টুকরো অর্পণ করে গুড়ের নৈবেদ্য দিয়ে পুজো করলে শত্রুর কুপ্রভাব থেকে দূরে থাকা সম্ভব। এছাড়াও এই দিন ১১ বার সংকট মোচন হনুমানাষ্টক পাঠ করলেও শুভ ফল লাভ করা সম্ভব।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?