Flowers For Wedding Gift: এই ফুলেই লুকিয়ে থাকে দাম্পত্য সুখ! বিয়ের উপহারে অবশ্যই দিন এই ফুলগুলি!

Giving flowers as a wedding gift will make the life of the newly married couple happy: জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো বিবাহ। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য আত্মীয় পরিজন ও প্রিয় মানুষদের সঙ্গে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। নিজে যেতে হয় নবদম্পতির জন্য কোনো বিশেষ উপহার। কি উপহার দেওয়া যায় তা ভাবতে বসেই আমাদের মনে পড়ে ফুলের কথা (Flowers For Wedding Gift)। ফুল সৌন্দর্যের প্রতীক। প্রতিটি মানুষই ফুল পছন্দ করেন। একারণেই ফুলের তোড়া অনেক সময় উপহার হিসাবে দেওয়া হয়।

বাস্তু শাস্ত্র অনুসারে বিবাহ অনুষ্ঠানে নব দম্পতিকে ফুল উপহার (Flowers For Wedding Gift) দিতে গেলে কয়েকটি বিশেষ নিয়ম অবশ্যই মানতে হয়। বাস্তু অনুসারে বিশ্বাস করা হয় কয়েকটি ফুল নব দম্পতিকে উপহার দিলে তাদের বিবাহিত জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। জেনে নিন সেই ফুলগুলি কি কি।

১) গোলাপ- গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার গোলাপ ফুলটি ভগবান বিষ্ণু এবং ধন দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক যুক্ত। এই কারণে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় সদ্য বিবাহিত দম্পতিকে গোলাপ ফুল উপহার (Flowers For Wedding Gift) দিলে সম্পর্ক মজবুত হয়।

২) লিলি- নব দম্পতিকে সাদা ও কমলা রঙের লিলির তোড়া উপহার দিলে তাদের জন্ম কুণ্ডলীতে থাকা চন্দ্রের দোষ সহজে দূর হয়ে যায়। চন্দ্রের দোষ থেকে মুক্তি মিললে জীবনে শান্তি ফিরে আসে। সেই সঙ্গে জ্যোতিষ বিশেষজ্ঞদের মত অনুসারে যাদের জন্মকুণ্ডলীতে সূর্য সংক্রান্ত দোষ আছে তাদের কমলা রঙের লিলি উপহার দেওয়া (Flowers For Wedding Gift) অত্যন্ত শুভ। এর ফলে তাদের সব মনের ইচ্ছা পূরণ হবে।

৩) বাটারকাপ- বাটারকাপ ফুল দেখতে যেমন আকর্ষণীয় ঠিক তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুসারেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নব বিবাহিত স্বামী বা স্ত্রী যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তবে সাদা বাটারকাপ ফুল তাদের জন্য অত্যন্ত মঙ্গজনক হয়ে উঠবে। কারণ সাদা বাটারকাপ ফুলকে শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। এই ফুল ব্যক্তির মানসিক সমস্যা দূর করতে বিশেষ ভাবে কার্যকর হয়।

৪) সূর্যমুখী- সূর্যমুখী ফুলকে উজ্জ্বলতার প্রতীক বলে মনে করা হয়। এই ফুল আবার ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করতে বিশেষ ভাবে সহায়ক। এই ফুলের গুচ্ছ উপহার হিসাবে দেওয়া হলে (Flowers For Wedding Gift) যে কোনো গ্রহের দোষ থেকে মুক্তি মেলে।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?