Goddess Kali: দুষ্টের দমনের জন্য মা কালী কাটলেন অসুরের গলা; শুনেছেন এমন কাহিনী?

Goddess Kali cut the throat of demon to suppress the evil: হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীতে বহু ভৌতিক এবং আধি-ভৌতিক ঘটনা লক্ষ্য করা যায়। যা কিছু মানুষ বিশ্বাস করেন আবার অনেকেই তা করেন না। কিন্তু কলি যুগে এমন ঘটনা কখনো কি ঘটতে দেখেছেন? আজকের প্রতিবেদনে সেরকমই একটি আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেখানে স্বয়ং মা কালী (Goddess Kali) অসুরের গলা কেটেছেন। এই অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছেন বহু মানুষ। আসুন জেনে নেই আসল ঘটনাটা কি ঘটেছিল।

এই অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের বিলহাউরে বামভিয়ান গ্রামে। যেখানে মা কালীকে (Goddess Kali) কেন্দ্র করে একটি অভিনয় পালা চলছিল। মাত্র ১৪ বছর বয়সী একজন কিশোর সেজেছিল মা কালী। আর দৈত্যর চরিত্রে অভিনয় করেছিল বছর ১১ র এক বালক। পৌরাণিক কাহিনী অনুসারে, মহাকালীর সঙ্গে যুদ্ধ হয়েছিল অসুরকুলের। তিনি রীতিমতো অসুরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। যুদ্ধে হত্যা করেছিলেন বহু অসুরকে।

এই অভিনয় করতে গিয়েই ঘটে গেলো চরম দুর্ঘটনা। কালীরূপী (Goddess Kali) বালকটি একেবারে ছুরি বসিয়ে দিল অসুররূপী বালকের গলায়। পুলিশ এসে এই ঘটনাটির তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হয় অভিনয় পালার সমস্ত বালককে। আসলে কি হয়েছিল সেখানে? কেনই বা ঘটলো এমন ঘটনা? কি কারণ লুকিয়ে আছে এই অসম্ভব একটি খারাপ দুর্ঘটনার পেছনে? আজকের এই প্রতিবেদনে আপনারা বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন।

আরো পড়ুনঃ ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে ভাগ্য বদলাবে এই দুইরাশির; ঘটবে অর্থপ্রাপ্তি

গ্রামটিতে আয়োজন করা হয়েছিল এক ভগবতকথার। সেই ভগবতকথাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে বেরিয়েছিল নানারকমের ট্যাবলো। সেই ট্যাবলোর অংশ ছিল ডেমন নামের সেই কালী কেন্দ্রিক অভিনয়টি। মা কালীরূপী (Goddess Kali) বালকটি যার গলায় ছুরি বসিয়ে দিয়েছিল তাকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করে।

মৃতদেহটির ময়না তদন্ত করা হয়। এই পালা চলাকালীন বারবার বলা হয়েছিল ছুরি নিয়ে অভিনয় করলেও যেনো ছুরির বাঁট ব্যবহার করা হয় কিন্তু অভিনয় করার সময় কোনো কারণে ছেলেটি ভুলে যায় সেই কথা। যার ফলে ঘটে যায় এই চরম দুর্ঘটনা। অজান্তেই তার হাত দিয়ে হয়ে গেছে এক বড় অপরাধ। অপরাধীকে তোলা হবে জুভেনাইল কোর্টে।