Jamaisashthi Rituals: কিভাবে সাজাবেন জামাই ষষ্ঠীর পুজোর ডালা? কি বা রাখবেন তাতে?

How to observe Jamaisashthi Rituals: বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ তাই উৎসবের কোনো খামতি নেই এদের জীবনে। বাঙালিরা প্রত্যেকটি উৎসব একাগ্রচিত্তে পালন করে থাকে। জামাইষষ্ঠী হলো এমন একটি পার্বণ যা মূলত শাশুড়ি এবং জামাইয়ের উৎসব। কিন্তু এই উৎসবের আসল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা। সন্তানের মঙ্গলের জন্য মা এই ব্রতটি পালন করে থাকে। এই বিশেষ দিনে পুজোর ডালি সাজাতে হয় এবং তাতে কি কি রাখতে হয় (Jamaisashthi Rituals) আসুন জেনে নিই আজকের প্রতিবেদনে।

বাঙালিরা প্রচুর ষষ্ঠী পালন করে থাকে, এদের বারো মাসে প্রায় ১৩ টা ষষ্ঠী। এর মধ্যে উল্লেখযোগ্য হল জ্যৈষ্ঠমাসে পালিত হওয়া অরণ্যষষ্ঠী। এই ষষ্ঠী কিন্তু আরেকটি নামেও বিশেষ খ্যাত সেটি হলো জামাইষষ্ঠী। প্রত্যেক ষষ্ঠীতেই সন্তানের মঙ্গলকামনা করেন মায়েরা। জামাইষষ্ঠী ব্রতপালনের দিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গলকামনা করেন শাশুড়িমায়েরা। এই দিনের বিশেষ কিছু নিয়ম (Jamaisashthi Rituals) আছে যা আপনাদের জানাটা অবশ্যই দরকার।।

শুধুমাত্র ষষ্ঠীপুজো নয় যেকোনো পুজোতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল পুজোর ডালি সাজানো। অরণ্যষষ্ঠীতে পুজোর ডালায় (Jamaisashthi Rituals) কাঁঠালপাতার উপর সাজিয়ে দিন বিজোড় সংখ্যক ৫,৭ বা ৯ রকম মরশুমি ফল। বিভিন্ন বিশেষজ্ঞরা এই নিয়ম এর ব্যাপারে বলেছেন। তবে ফলের মধ্যে অবশ্যই রাখতে হবে একছড়া করমচা এবং ১০৮ গাছা দূর্বাঘাস।

শাশুড়ি মায়েরা সাধারনত জামাইষষ্ঠীর দিন ভোরে স্নান সেরে নেন। তারপর তারা ঘটস্থাপন করেন। ঘটে অবশ্যই দিতে হবে সিঁদুর এবং আম্রপল্লব। ঘটে যে আমের পল্লব ব্যবহার করবেন তা যেন বিজোড় সংখ্যার হয়। সঙ্গে রাখুন জামাইষষ্ঠীর অপরিহার্য উপকরণ তালপাতার পাখা। একটি সুতোয় সরষের তেল ও হলুদ লাগিয়ে তাতে ফুল বেলপাতা বেঁধে দিন। এই নিয়মগুলো (Jamaisashthi Rituals) পালন করা একান্ত বাঞ্ছনীয় এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা অবশ্যই তা করে থাকে।

আরো পড়ুনঃ মুখোশধারী মানুষদের কাছ থেকে দূরে থাকুন; এমনটাই বলেছেন আচার্য চাণক্য

এরপর শাশুড়ি মায়েরা সুতো মেয়ে, জামাই ও নাতি নাতনিদের হাতে বেঁধে দেন। মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডানহাতে বাঁধা হয়। এর আগে মা ষষ্ঠীর কাছে পুজোর ডালি দেওয়া হয় এবং শুরু হয়ে যায় ব্রতকথা পাঠ, হাতে সুতো বাঁধা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ। শাশুড়ি মায়েরা তাদের জামাইদের এবং সন্তানদের তালপাতার পাখায় ভেজা দূর্বাঘাস নিয়ে বাতাস করেন মঙ্গলকামনায় (Jamaisashthi Rituals)।

জামাইষষ্ঠী এর দিন শাশুড়িমায়েরা উপবাস ভঙ্গের সময় সাত্তিক আহারে করেন। কিন্তু এর পাশাপাশি কব্জি ডুবিয়ে ভূরিভোজও এই পার্বণের অন্যতম অঙ্গ। বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে এই দিনটি সন্তানদের মঙ্গল কামনায় পালন করা হয় বাংলার ঘরে ঘরে।