Saturn condition in Koshti: কোষ্ঠীতে শনির অশুভ দশা কি করে বুঝবেন? জেনে নিন লক্ষণগুলি

How to understand inauspicious condition of Saturn in Koshti: হিন্দু জ্যোতিষ শাস্ত্রের ৯টি গ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল শনি। যে গ্রহের মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা। সনাতনী ধর্মের শনি দেবতা হলো এই শনি গ্রহ। কম-বেশি প্রত্যেক ব্যক্তির জন্ম কুণ্ডলীতে ৯টি গ্রহের অবস্থান থাকে। তার মধ্যে একটি হলো এই শনি গ্রহ। যে গ্রহ কোনো ব্যক্তির জীবনে ভালো প্রভাব আনে তো কারো জীবন অন্ধকারের ছায়ায় ঢেকে দেয়। দুর্ভাগ্য ডেকে আনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে বুঝবেন যে আপনার রাশিতে শনির কোন দশা চলছে (Saturn condition in Koshti)? অশুভ দশায় কি লক্ষণ রয়েছে? সেই লক্ষণগুলি জেনে নিন এই প্রতিবেদনে।

জ্যোতিষ গণনা অনুযায়ী শনি গ্রহ প্রত্যেক ব্যক্তিদের জীবনে যে খারাপ প্রভাব আনে তা নয়। অনেকেরই ভাবনা যে, শনি গ্রহ যে ব্যক্তির রাশিতে অবস্থান করে সেই ব্যক্তির জীবন অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু না তা নয়, ব্যক্তি যেমন কর্ম করে সেই অনুযায়ী শনির প্রভাব প্রভাবিত হয়। শনি যদি প্রসন্ন হন তাহলে সেই ব্যক্তির উপর শক্তিশালী হন। কিন্তু কোনো ব্যক্তি যদি শনিকে রুষ্ট করেন তাহলে সেই ব্যক্তির রাশিতে শনির অশুভ প্রভাব পড়ে। শনির শুভ দশা ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জ্ঞান বৃদ্ধি, আর্থিক উন্নতি ইত্যাদি আনে। কিন্তু অশুভ দশা ব্যক্তির জীবনে দুর্ভাগ্য ডেকে আনে, দারিদ্রতা নেমে আসে। এছাড়াও আরো নানান নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে সেই ব্যক্তির জীবনে। রইল শনির দুর্বলতার লক্ষণ ও সেই দুর্বলতা কাটিয়ে শক্তিশালী করার উপায়গুলি।

জন্ম কুণ্ডলীতে শনির দুর্বলতার লক্ষণ
  • সর্বক্ষণ টেনশন, মানসিক চাপ, ভয় অনুভূত হওয়া শনির দুর্বলতার প্রভাব।
  • অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম করছেন কিন্তু পর্যাপ্ত আয় হচ্ছে না? লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? তাহলে আপনার রাশিতে শনির দুর্বল হয়ে পড়তে পারে (Saturn condition in Koshti)।
  • জীবনে সর্বদা ভয়ে আতঙ্কিত থাকা, উদ্বেগ মনোভাব শনির দুর্বল হয়ে যাওয়ার অন্যতম লক্ষণ।
  • রাতে ভালো ঘুম হওয়ার পরেও সকালে শারীরিক এনার্জি পাচ্ছেন না? অলসতা কাজ করছে? তাহলে জন্ম কুণ্ডলীতে শনি দুর্বল হয়ে পড়েছে।

রাশিতে শনি দুর্বল হলে (Saturn condition in Koshti) ব্যক্তির জীবনে দারিদ্রতা গ্রাস করবে, কর্মক্ষেত্রে প্রতিকূল প্রভাব বিরাজ করবে। শিক্ষাজীবনেও সাফল্য অর্জিত হবে না। একাকীত্ব অনুভূতি হবে। কিন্তু শনির এই দুর্বলতা কাটাবেন কিভাবে? এই দুর্বলতা প্রশমিত করে ভাগ্যের উন্নতি কীভাবে করবেন? জেনে নিন সেই উপায়গুলি।

শনির দুর্বলতা কাটিয়ে ওঠার উপায়
  • রাশিতে শনির অশুভ দশা পড়লে তা কাটিয়ে ওঠার বিভিন্ন উপায় রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি দারিদ্রতায় ভোগে, আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তাহলে তারা শনিদেবকে প্রসন্ন করার প্রতিকারগুলি করতে পারেন।
  • শারীরিক অলসতা কাজ করলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
  • মানসিক অশান্তি, টেনশন। ভয় এই ধরনের নেগেটিভ এনার্জি কাজ করলে ধ্যান করতে পারেন। পাশাপাশি আধ্যাত্মিক চিন্তাভাবনা, সুস্থ জীবন যাপন এবং ইতিবাচক চিন্তাভাবনা শনির এই দুর্বলতাকে কাটিয়ে শনিকে শক্তিশালী করতে পারে।
Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?