Toilet direction: যেখানে সেখানে বাথরুম? প্রতিকার না করলে হতে পারে ভয়ঙ্কর পরিণতি

If the direction of the toilet is not right at home, there can be terrible consequences: বর্তমানে অনেকেই বাস্তুশাস্ত্রে বিশ্বাসী। এমন অনেক মানুষ রয়েছেন যারা বাস্তুশাস্ত্র মেনে বাড়ি তৈরি করেন। পাশাপাশি বাড়ির কোন দিকে রান্নাঘর, ঠাকুর ঘর করলে শুভ হবে তাও বাস্তুশাস্ত্র মেনে তৈরি করেন। তবে জানেন কি বাস্তুশাস্ত্র মতে কোন দিকে টয়লেট বা বাথরুম ঘর করার জন্য শুভ (Toilet direction)? যার ফলে বাড়ি থেকে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে ইতিবাচকতা আসবে। আজকের প্রতিবেদন সেই বিষয়েই। যা গৃহের জন্য অত্যন্ত কার্যকরী।

শাস্ত্র বলছে, নতুন বাড়ি তৈরি করলে বা নতুন কোনো বাড়িতে স্থানান্তর করলে টয়লেট বা বাথরুম ঘর স্থাপন করার শুভ দিক হলো দক্ষিণ-পশ্চিম দিক। এইদিকে টয়লেট বা বাথরুম ঘর করলে তা গৃহের সমস্ত ঝামেলা অশান্তি দূর করতে সহায়তা করে। পাশাপাশি সেই গৃহ সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলে। তবে এই বাথরুম ঘর দক্ষিণ-পশ্চিম দিকে হলে তার বেশ কয়েকটি প্রতিকার রয়েছে। যা করলে গৃহের অশুভ প্রভাব দূর হবে (Toilet direction)। আসুন সেই প্রতিকারগুলি জেনে নেওয়া যাক।

টয়লেট স্থাপন করার সঠিক স্থান

বাস্তুশাস্ত্র মতে, বাথরুম ঘর বা টয়লেট শেড যেকোনো জায়গা স্থাপন করা উচিত নয়। শাস্ত্র বলছে ভুল করেও বিছানার কাছাকাছি বা সিঁড়ির নীচে বাথরুম ঘর করবেন না (Toilet direction)। সেই জায়গাটি অন্য কোনো কিছু করার জন্য ফাঁকা রাখুন। তা না হলে পরিবারে নানা সমস্যা আসতে পারে। এছাড়াও বাথরুমে যে পাইপ থাকে সেই পাইপের আউটলেট স্থাপন করুন উত্তর বা পূর্ব দিকে।

বাথরুমে পিরামিড ও অন্যান্য জিনিস স্থাপনের সঠিক দিক

শাস্ত্র অনুযায়ী, আপনার বাথরুম ঘর যদি দক্ষিণ-পশ্চিম দিকে হয় তাহলে সেই বাথরুমের বাইরের দেওয়ালে একটি পিরামিড স্থাপন করুন। পাশাপাশি বাথরুমের দরজা তৈরি করবেন উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে এবং লক্ষ্য রাখবেন সেই বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে।

অপরদিকে বাথরুমের ভিতরে টয়লেট সিট, শাওয়ার সহ আরো নানান জিনিসপত্র থাকে। এ বিষয়ে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে, বাথরুমের ভিতরে দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে টয়লেট সিট স্থাপন করা উচিত। এই টয়লেট সিট যেন মাটি থেকে কয়েক ফুট উপরে তৈরি করা হয়। এতে গৃহে শুভ প্রভাব আসে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে শাওয়ার, ওয়াশবেসিন, আয়না এই জিনিসগুলি স্থাপন করুন বাথরুমের উত্তর-পূর্ব, পূর্ব বা উত্তর দিকে। এতে বাথরুমে যে দূষিত জিনিসগুলি থাকে তা নির্গত হয় এবং নেতিবাচক শক্তির ভান্ডারকে ভেঙে ফেলে।

বাথরুম ঘরের সঠিক রং এবং বায়ুচলাচলের সঠিক জায়গা

বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম দিকে টয়লেট শেড স্থাপন করলে সেই টয়লেট ঘরের ভিতর হালকা রং দিতে পারেন। যেমন গোলাপী, হালকা নীল, ধূসর ও অন্যান্য হালকা রং। এছাড়াও, বাথরুম ঘরের একটি গুরুত্বপূর্ণ স্থান হল বায়ু চলাচল করার সঠিক জায়গা (Toilet direction)। এক্ষেত্রে পূর্ব, পশ্চিম বা উত্তর দিকে বায়ু চলাচলের জন্য খোলা জানালা স্থাপন করতে পারেন।