Ghost dream meaning: তেনাদের স্বপ্ন দেখছেন? জীবনে ঝড় আসছে না তো?

If you dream of a ghost, be careful now: জ্যোতিষ শাস্ত্র, হস্তরেখা শাস্ত্র, ধর্ম শাস্ত্র, অর্থ শাস্ত্র, বাস্তু শাস্ত্রের মত আরও একটি অন্যতম শাস্ত্র হল স্বপ্নশাস্ত্র। যে শাস্ত্রে অবচেতন অবস্থায় দেখা স্বপ্ন ভবিষ্যতে কোন ঘটনার ইঙ্গিত দেয় তা জানা যায়। আমরা কম-বেশি সকলেই স্বপ্ন দেখি। তবে সেইসব স্বপ্নের ভিন্নতা রয়েছে। কোনো সময় কেউ ভালো স্বপ্ন দেখেন তো কেউ অশুভ আত্মার স্বপ্ন দেখেন। কেউ কেউ ভূত-প্রেতের স্বপ্ন দেখলে এই বিষয়টি নিয়ে খুবই ভয়ে ভয়ে থাকেন। অনেকেরই মনে প্রশ্ন থাকে এই অশুভ আত্মার স্বপ্ন দেখা কিসের ইঙ্গিত দেয় (Ghost dream meaning)? তারই উত্তর জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

স্বপ্নে অশুভ আত্মা দেখা কি কি ইঙ্গিত দেয়?

অশুভ আত্মা অর্থাৎ ভূত-প্রেতের স্বপ্ন দেখার মধ্যেও রয়েছে ভিন্নতা। তেমনই স্বপ্নের ভিন্নতার পাশাপাশি ভবিষ্যতে সেই স্বপ্ন কিসের ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়েও রয়েছে ভিন্নতা (Ghost dream meaning)। যেমন

স্বপ্নশাস্ত্র বলছে, কোনো ব্যক্তি যদি আত্মহত্যার স্বপ্ন দেখেন বা স্বপ্নের মধ্যে কাউকে আত্মহত্যা করতে দেখেন ভবিষ্যতে তা অর্থ সংকটের ইঙ্গিত দেয়। পাশাপাশি শুভ কাজেও বাধা দেয়। তাই এই ধরনের স্বপ্ন দেখলে ভবিষ্যত সম্পর্কে সাবধান হতে হবে।

অবচেতন অবস্থায় যদি অশুভ আত্মা বা ভয়াবহ আকৃতির কোনো স্বপ্ন দেখেন তা ভবিষ্যতে কষ্ট, প্রতারণা, লোকসানের ইঙ্গিত দেয়। এছাড়াও স্বপ্নে যদি দেখেন ভূত-প্রেতের সাথে হাওয়ায় উড়ছেন তা ইঙ্গিত করে ভবিষ্যতে শত্রুর দ্বারা কোনো ক্ষতি হওয়ার।

স্বপ্ন শাস্ত্র অনুসারে, কোনো অশুভ আত্মা বা ভূতের সাথে কথা বলছেন এমন যদি স্বপ্ন দেখেন তা ভবিষ্যতে কোনো জরুরী কাজে বাধা দেওয়ার ইঙ্গিত বহন করে। পাশাপাশি আর্থিক লোকসানের দিকেও ইশারা করে। আবার স্বপ্নে যদি কোনো বন্ধু, পরিবার বা আত্মীয়র আত্মা দেখেন তা কষ্ট ভোগের ইঙ্গিত দেয়।

অবচেতন অবস্থায় অর্থাৎ স্বপ্নে অশুভ আত্মাকে দেখা খুবই খারাপ ইঙ্গিত করে। জীবনে নানা সমস্যা এবং আর্থিক ক্ষতির শিকার হওয়ার ইঙ্গিত দেয়।

তবে অন্যদিকে, স্বপ্নশাস্ত্র বলছে স্বপ্নে স্ত্রী-পুরুষ বা মৃত দম্পতির আত্মা দেখা অত্যন্ত শুভ। এই ধরনের স্বপ্ন ব্যক্তির মনস্কামনা পূর্ণ হওয়ার এবং আকস্মিক আর্থিক লাভের ইঙ্গিত বহন করে। এছাড়াও স্বপ্নে যদি ভূতের সাথে লড়াই করে দেখেন নিজে জিতে গেছেন তাহলে তা ভবিষ্যতে নানা সমস্যার মোকাবিলা করার ইঙ্গিত দেয়। পাশাপাশি মান সম্মান বৃদ্ধির দিকেও ইশারা করে।

স্বপ্নশাস্ত্র অনুযায়ী, অবচেতন অবস্থায় আপনি যদি দেখেন আপনার সামনে কোনো আত্মা দাঁড়িয়ে রয়েছে তাহলে তা শুভ ইঙ্গিত দেয় (Ghost dream meaning)। এতে ব্যক্তির কেরিয়ারে উন্নতি ঘটে, মনস্কামনা পূরণ হয়, কোনো কিছু কাজ সম্পূর্ণ হওয়া এবং অর্থ লাভেরও ইঙ্গিত বহন করে।