Shivratri Rituals: ২০২৪-এর শিবরাত্রিতে এই কাজটি করলেই পাওয়া যাবে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ

If you follow these rituals on Shivratri, you will get special blessings of Bholenath: হিন্দু ধর্মীয় বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো মহাশিবরাত্রি। যা প্রতিবছর পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণ চূতুর্দশী তিথিতে। প্রতিবছরের ন্যায় চলতি বছরে কবে পড়ছে কৃষ্ণ চতুর্দশী তিথি? শিবরাত্রি পালনের শুভ দিনই বা কবে? এদিন কিভাবে পূজা করলে প্রসন্ন হন মহেশ্বর? আজকে সেই বিষয়েই সবিস্তারে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। বিভ্রান্তি দূর করে জেনে নিন শিবরাত্রি পালনের শুভক্ষণ এবং শিব পূজা (Shivratri Rituals) সম্পর্কে।

দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’ এই মহাশিবরাত্রি নামে পরিচিত। এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন শিব-পার্বতী এবং এই দিন রাতেই তান্ডব নৃত্য করেন মহেশ্বর। এই শিবরাত্রি উপলক্ষে বহু নারী এদিন উপবাস করে শিবলিঙ্গে জল নিবেদন করেন। মনষ্কামনা জানান। এটি এমন একটি ব্রত যা সকাল নয়, পালন করা হয় প্রাদোষ কালে। যা নির্দিষ্টভাবে পালন করলে মহাদেবের আশীর্বাদে ধন্য হন সেই ব্যক্তি। তাই আসুন জেনে নিন শিবরাত্রিতে মহেশ্বরের আশীর্বাদ পেতে শিব পূজা (Shivratri Rituals) কিভাবে করবেন।

শিব পূজার নিয়মাবলী

মহেশ্বরের কৃপা পেতে প্রথমে একটি নির্দিষ্ট জায়গায় শিবলিঙ্গ স্থাপন করুন। তারপর ঠান্ডা দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। এরপর ত্রিপত্র যুক্ত পাতার সাথে কয়েকটি অখণ্ড চাল নিবেদন করুন শিবলিঙ্গে। চপ করুন ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র।

এছাড়াও শিব পূজায় (Shivratri Rituals) চালের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় শিব পূজায় ১১ মুঠি অখন্ড কাঁচা চাল নিবেদন করে তা পরবর্তীতে কোনো মন্দির বা দরিদ্রদের দান করলে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। তবে তা নির্দিষ্ট নিয়মে সপ্তাহে সাত দিন করতে হবে।

পাশাপাশি প্রতি সোমবার শিবলিঙ্গে পাঁচটি করে কাঁচা চাল নিবেদন করুন। তবে খেয়াল রাখবেন সেই কাঁচা চাল যেন ভাঙ্গা না হয়। এতে ভগবান শিবসহ পার্বতীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়।

আরো পড়ুনঃ মার্চে সুখের জোয়ার মিথুনের! প্রেম প্রস্তাব, বিবাহ যোগ, কেরিয়ারে উন্নতি আর কি কি?

প্রসন্ন হয়ে কি আশীর্বাদ দেন দেবাদিদেব?

সপ্তাহের সোমবার হল ভগবান শিবের দিন। ফলে বহুভুক্ত সোমবারে দেবাদিদেবের আরাধনা করেন। এতে মহেশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যায়। ভোলেনাথ কোনো ব্যক্তির পূজায় তুষ্ট হলে সেই ব্যক্তিকে সর্বদিক থেকে রক্ষা করেন। তার বিপদে ঢাল হয়ে দাঁড়ান তিনি। পূরণ করেন সকল মনস্কামনা। সর্বক্ষণ তাঁর ভক্তকে সুখ-শান্তিতে রাখার চেষ্টা করেন মহেশ্বর। তবে মহাদেবের এই বিশেষ আশীর্বাদ পেতে শিবরাত্রি তথা প্রতি সোমবার দেবাদিদেবের পূজা (Shivratri Rituals) করুন। তবে অবশ্যই মনে পাপ নিয়ে নয়, ভক্তি ভরে মন শুদ্ধ করে ভগবান শিবের নাম জপ করুন। তবেই তা কার্যকরী হবে।

আরো পড়ুনঃ ১০০ বছর পর আসছে এই বিরল যোগ! সাকত চৌথে সুফল পাবেন এরা!

শিবরাত্রি শুভক্ষণ

ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি তিথি। প্রাদোষ কালে এদিন শিবের আরাধনা করা হয়। তবে চলতি বছরে ভদ্রাও উপস্থিত মহাশিবরাত্রিতে। পঞ্জিকা মতে ২০২৪ সালে শিবরাত্রি তিথি শুরু ৮ই মার্চ ২০২৪, শুক্রবার রাত ৯:৫৭ মিনিটে। শিবরাত্রি সমাপন ৯ মার্চ ২০২৪, শনিবার সন্ধ্যা ৬:১৭ মিনিটে। সেই অনুসারে শিবরাত্রি তিথি পালনের শুভ দিন হল ৮ই মার্চ শুক্রবার।