Char Dham Yatra: চারধাম যাত্রা করতে চাইলে মানতে হবে এই বিশেষ নির্দেশিকা; জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

If you want to do Char Dham Yatra, you have to follow these special guidelines: চারধামের যাত্রা (Char Dham Yatra) করার জন্য ভক্তরা অধীর আগ্রহে গোটা এক বছর অপেক্ষা করে থাকেন। চলতি মাস থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। চারধাম যাত্রা বলতে বোঝায় কেদারনাথ-বদ্রীনাথ-গঙ্গোত্রী-যমুনেত্রী এই চারটি তীর্থস্থানের যাত্রাকে। মে মাস থেকে খুলে যাচ্ছে সবকটি তীর্থস্থানের দরজা। তবে দুঃখের বিষয় হল পাঁচ দিনেই মোট ১১ জন পুর্ণার্থীর মৃত্যু হয়েছে। পুণ্যার্থীদের ভিড় গত বছরের তুলনাতেও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এ বছর। এতোটাই ভিড় যে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এমনকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভিভিআইপি দর্শনের ক্ষেত্রেও। আগামী ৩১ শে মে পর্যন্ত ভিভিআইপি দর্শন সম্পূর্ণ বন্ধ থাকবে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে চারধাম যাত্রার ভিডিও এবং রিল্স বানানোর হুজুর দেখা দেয় সাধারণ জনগণের মধ্যে। এইসব বিষয়গুলোতেও রাশ টেনেছে উত্তরাখন্ড সরকার। নির্দেশিকায় বলা হয়েছে মন্দিরের ৫০ মিটারের মধ্যে কোন রিলস কিংবা ভিডিওগ্রাফি করা যাবে না। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ম চারধাম যাত্রার (Char Dham Yatra) কথা মাথায় রেখেই নির্দেশ করা হয়েছে যে , মন্দিরের ২০০ মিটারের মধ্যে কোনও রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

চারধাম যাত্রায় (Char Dham Yatra) যে একাধিক দুর্ঘটনা ঘটছে বিগত কয়েক বছর ধরে এর জন্য অনেকাংশেই দায়ী ইউটিফবার এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা । উত্তরাখণ্ড সরকার এই বিষয়ে আগে থেকেই সতর্কতা জারি করেছে। রিলস এবং ভিডিও বানাতে গিয়ে অনেকেই ভুল তথ্য দিচ্ছেন বলে অভিযোগ প্রকাশ্যে আসছে। যদি কেউ ভুল তথ্য প্রচার করেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

আরো পড়ুনঃ ভাগ্য বদলাতে মেনে চলুন আকন্দ ফুলের এই ছটি টোটকা; ফল পাবেন হাতেনাতে

চারধাম যাত্রার (Char Dham Yatra) রাস্তা খুলে দেওয়া হয়েছে বিগত ১০ই মে। যেদিন রাস্তা খুলেছে সেদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে কেদারধাম এবং বদ্রীধামে। তারপর থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে চারধাম যাত্রায়। ভিঁড়ের কারণে ১২ জনের মৃত্যু হয়েছে যা সত্যি দুঃখজনক। এই বছর দুর্গম রাস্তায় যানজট তৈরি হয়েছে যা সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রায় চার লক্ষ পুণ্যার্থী কেদারধাম দর্শন করে ফেলেছেন এরমধ্যেই। রেজিস্ট্রেশনে রয়েছেন আরও তিন লক্ষ পুন্যার্থী। কিন্তু রেজিস্ট্রেশন নেওয়া এখন বন্ধ।

উত্তরাখণ্ড সরকার ওখানকার মহাবিপর্যয়ের পর থেকে চার ধাম যাত্রায় রেজিস্ট্রেশনের নিয়ম জারি করেছে। যদি দুর্ঘটনা ঘটে পুন্যার্থীদের নাম এবং পরিচয়, ঠিকানা যাতে জানা যায় সেই জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে উত্তরাখণ্ড সরকার। নবরাত্রি পর্যন্ত খোলা থাকে চারধাম যাত্রা। তারপরে তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়।