Puja in Hinduism: পুজোর সময় ঠাকুরের চরণ থেকে খসে পড়ছে ফুল? নিভে যাচ্ছে প্রদীপ? জানুন কিসের ইঙ্গিত!

In Hinduism, certain symbols of puja carry auspicious and inauspicious indications: হিন্দু ধর্মে যে কোনো দেবতার পুজোকেই অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেব দেবীর পুজো আলাদা করে বিশেষ দিনে পালিত হলেও দৈনন্দিন জীবনে সারাদিন আমরা নিজের বাড়িতে সকাল সন্ধ্যা বিভিন্ন দেবদেবীর আরধনা করে থাকি। প্রতিদিন বাড়িতে দেবতার পুজো (Puja in Hinduism) করার সময় ভগবান যদি আমাদের পুজোতে সন্তুষ্ট হন তবে কয়েকটি বিশেষ ইঙ্গিতের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দেন। অনেক সময় পুজো করার সময় আমরা দেখি ভগবানের চরণ থেকে ফুল খসে পড়ছে আবার কখনো পুজোর সময় হঠাৎ করে প্রদীপ নিভে যায়। বিশেষ এই ঘটনা গুলি আসলে কিসের ইঙ্গিত জেনে নিন।

১) পুজো করার সময় (Puja in Hinduism) প্রতিমার কাছে দেওয়া ফুল যদি হঠাৎ করে খসে পড়ে তবে বুঝতে হবে ঈশ্বর আপনার পুজোয় অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার উপর সদয় হয়েছেন। এটি আসলে ভক্তের সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধির দিকে বিশেষ ইঙ্গিত দেয়।

২) পুজোর আগে ধূপকাঠি জ্বালানোর সাথে সাথেই যদি ঘরে সুগন্ধী আসতে শুরু করে সে ক্ষেত্রে বুঝতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন। শুধু তাই নয়, যদি ধুপ বা ধুপের ধোঁয়া সরাসরি ঈশ্বরের দিকে অগ্রসর হয় সেটিও ঈশ্বরের প্রসন্ন হওয়ার ইঙ্গিত বহন করে আনে।

৩) পুজো করার সময় (Puja in Hinduism) বাড়িতে অতিথি আগমন অত্যন্ত শুভ একটি ইঙ্গিত বহন করে আনে বলে মনে করেন শাস্ত্র বিশেষজ্ঞরা। সেই সঙ্গে অতিথি উপহার নিয়ে এলে বুঝবেন শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে।

৪) পুজোর সময় আমরা দেবতার উদ্দেশ্যে প্রদীপ জ্বেলে থাকি। ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর পরেই যদি হঠাৎ করে প্রদীপের শিখা দ্রুত জ্বলতে শুরু করে তবে বুঝতে হবে ঈশ্বর আপনার পুজোতে প্রসন্ন হয়েছেন এবং আপনার সকল সমস্যা শীঘ্রই দূর হতে চলেছে। তবে পুজো করার (Puja in Hinduism) সময় হঠাৎ প্রদীপ নিভে যাওয়াকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?