Lemon Tree: বাড়িতে লেবুগাছ লাগানো আদৌ কি শুভ? কি বলছে বাস্তুশাস্ত্র জানুন বিস্তারিত

Is it good to plant lemon tree at home according to Vastu Shastra: বাস্তুশাস্ত্র মতে প্রত্যেকটা দিকে আলাদা মাহাত্ম্য রয়েছে। কোন দিকে কোন জিনিস রাখা শুভ তা বাস্তুশাস্ত্র না জানলে একেবারেই জানা সম্ভব না। বর্তমানে অনেকেই নিজের জীবনে ইতিবাচক প্রভাব বজায় রাখার জন্য বাস্তুশাস্ত্র অনুসরণ করে। কোন দিক আছে যেখানে নির্দিষ্ট জিনিস রাখলে তা আপনার জীবনে আর্থিক উন্নতি এনে দেবে আবার এমনও দিক আছে যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাড়িতে লেবু গাছ (Lemon Tree) রাখা শুভ নাকি অশুভ সেটাই আজকের আলোচ্য বিষয়।

বসত বাড়িতে কন্টক যুক্ত গাছ লাগানো এমনিতেই শুভ নয়। লেবু গাছেও (Lemon Tree) কিন্তু কাঁটা থাকে, তাই এই কাজ লাগানো আদৌ বাড়ির পক্ষে ভালো কিনা সেটাই জেনে নিতে হবে। বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম ভালোবাসা এবং টান হওয়া একান্ত প্রয়োজনীয়। লেবু হল টক ফল যা সবকিছুকে স্বচ্ছ করতে সাহায্য করে। বাস্তব বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই বলেছেন বাড়িতে লেবু গাছ রাখার শুভ নয়। যদি আপনার বাড়িতে লেবু গাছ থাকে তাহলে কোন দিকে তা রাখবেন সেটাই জেনে নিন।

বাড়ির বাগানে লেবু গাছ (Lemon Tree) রাখতে অনেকেই পছন্দ করেন কিন্তু খেয়াল রাখতে হবে সেই গাছ যেন কোনভাবেই বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে না হয়। দক্ষিণ-পশ্চিম দিকে লেবু গাছ রাখলে তা আপনার বাড়ির পক্ষে শুভ হবে না। বাস্তু মতে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার বাড়ির নানা রকম ক্ষতি হতে পারে।

আরো পড়ুনঃ ২৮শে ফেব্রুয়ারি আর্থিক দিক কেমন যাবে ১২ রাশির? দেখে নিন দৈনিক রাশিফল

আবার এই গাছকে (Lemon Tree) বাস্তু মতে অনেকেই লাকি বলে মনে করেছেন। লেবু খাচ্ছ তুই বাড়িতে থাকে তাহলে আপনার সংসার সমৃদ্ধিতে ভরে উঠবে এবং অনেক সমস্যা দূর হয়ে যাবে। বাড়িতে উচ্ছ্বাসের পরিবেশ বজায় রাখবে এবং বিভিন্ন কাজে এনার্জি পাওয়া যাবে। লেবু গাছকে অনেকে উর্বরতার প্রতীক হিসেবেও চিহ্নিত করেছেন। তাই লেবু গাছ শুভ নাকি অশুভ এই ব্যাপারে ভিন্ন মতামত দেখা যায়।

আরো পড়ুনঃ সর্বার্থ সিদ্ধিসহ ৪ শুভ যোগ শিবরাত্রিতে! কি কি কার্যসিদ্ধি হবে? কি মাহাত্ম্য রয়েছে জেনে নিন

লেবু গাছ সুসম্পর্কের প্রতীক, বাড়িতে এই গাছ লাগালে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। বাস্তু মতে বাড়ির ডান দিকে লেবু গাছ রাখবেন এতে আপনার বাড়ির উপর সর্বদা ইতিবাচক প্রভাব বজায় থাকবে। তাই লেবু গাছ লাগানোটাকে এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।