Lemon under Car Wheel: নতুন গাড়ির চাকার নিচে পাতিলেবু রাখা কি সত্যিই কুসংস্কার? জেনে নিন জ্যোতিষের মতামত!

Is it a superstition to put lemon under the wheels of a new car: হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন শুভ এবং অশুভ বিষয় গুলিকে মানতে অনেক সময় বিভিন্ন ধরনের টোটকাকে কাজে লাগান। অনেক সময় দেখা যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষরা পুজোর কাজে ব্যবহার করেন পাতিলেবু। শুধু তাই নয়, নতুন গাড়ি কিনলে চাকার নিচে সবার প্রথম একটি পাতিলেবু রাখা হয় (Lemon under Car Wheel)। অনেকেই মনে করেন নতুন গাড়ির নিচে পাতিলেবু রাখার বিষয়টি সম্পূর্ণ ভাবে একটি কুসংস্কার। তবে জ্যোতিষ বলছে গাড়ির চাকার নিচে পাতি লেবু রাখার কয়েকটি শুভ লক্ষণ আছে। জেনে নিন এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রের মতামত।

১) জ্যোতিষ এবং বাস্তু শাস্ত্র অনুসারে পাতিলেবুকে শুক্র ও চন্দ্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় লেবুর টক স্বাদ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। আবার লেবুর রস চাঁদের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে আবার লেবু ও লেবুর স্বাদ এই দুই গ্রহের প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় পাতি লেবু নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করতে দারুন ভাবে কাজ করে। এ কারণেই জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন নতুন জিনিসের মধ্যে থাকা নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করতে তাই পাতিলেবু ব্যবহার করা হয়।

২) বিশ্বাস করা হয় পাতিলেবু নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করে ইতিবাচক শক্তির বিকাশ ঘটায়। পাতিলেবুর উপর থেকে নতুন গাড়ির (Lemon under Car Wheel) চাকা চলে গেলে মনে করা হয় আর কোনো নেতিবাচক শক্তি নতুন গাড়িটির উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তাই এই গাড়ি নিয়ে প্রতিটি যাত্রা শুভ হবে।

৩) জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় নজর দোষ দূর করতে পাতিলেবুর গুরুত্ব অপরিসীম। এই কারণে ই নতুন গাড়ির চাকার (Lemon under Car Wheel) নিচে একটি পাতি লেবু রেখে সেই লেবুর উপর দিয়ে চাকাটি চালিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে মনে করা হয় আর কোন খারাপ নজর গাড়িটির উপর প্রভাব ফেলবে না।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?