Akhand jyoti diya: নবরাত্রিতে টানা ১০ দিন জ্বালিয়ে রাখুন প্রদীপ! পেয়ে যান দেবীর সর্বকৃপা

Keep the lamp lit for 10 consecutive days on Navratri to get the blessings of Goddess: বর্তমানে সর্বত্রই পুজো পুজো মরশুম। আকাশে বাতাসে পুজোর গন্ধ। ইতিমধ্যেই আলোর রোশনাইয়ে আলোকিত হয়ে উঠেছে গ্রাম থেকে শহর। দেবী দুর্গার মর্তে আগমন হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আমরা সকলেই জানি সর্বপিতৃ অমাবস্যা তিথিতে অর্থাৎ মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হওয়ার পরেই দেবীপক্ষের সূচনা হয়। আর এই মহালয়ার পরের দিন থেকে শুরু হয় শারদীয়া নবরাত্রি। এই সময় থেকে মা দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। অনেকেই এই সময় বাড়িতে প্রদীপ জ্বালান (Akhand jyoti diya)। কেন জানেন?

শাস্ত্রমতে, জানা যায় নবরাত্রি থেকেই দেবীর বিভিন্ন রূপের আরাধনা শুরু হয়। অনেক বাড়িতে এই সময় ঘট স্থাপন করা হয়। পাশাপাশি অখন্ড জ্যোতি জালানো হয়। এই প্রদীপ জ্বালানোর অর্থ হল টানা ১০ দিন এই প্রদীপ নিভতে না দেওয়া (Akhand jyoti diya)। অর্থাৎ অমাবস্যা মানে মহালয়ার পরদিন প্রতিপদ থেকে দশমী পর্যন্ত এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়।

কেন জ্বালিয়ে রাখতে হয় এই প্রদীপ? জানা গিয়েছে, নবরাত্রি থেকে দশমি পর্যন্ত বাড়িতে এই প্রদীপ জ্বালিয়ে রাখলে তা আয়-উন্নতি বৃদ্ধি করে। মা দুর্গা প্রসন্ন হন। দেবীর সর্বকৃপা পাওয়া যায়। শরীর স্বাস্থ্য ভালো থাকে।

কিভাবে জ্বালাতে হয়? এই সময়ে অখন্ড জ্যোতি অর্থাৎ প্রদীপ সাধারণভাবে যেমন জ্বালায় তেমন ভাবেই জ্বালাতে হবে। তবে অন্য কোনো দ্বীপ দিয়ে এই প্রদীপ জ্বালাবেন না। প্রদীপ এমনভাবে জ্বালাবেন যাতে এই দ্বীপের তাপ দূর থেকে পাওয়া যায়।

দিনক্ষণ অনুযায়ী এই বছরে শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে মহালয়ার পরদিন অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকে। তাই মা দুর্গার সর্বকৃপা লাভ করতে গেলে এই সময় বাড়িতে অখন্ড জ্যোতি অর্থাৎ প্রদীপ জ্বালাতে পারেন (Akhand jyoti diya)। যা আপনার নেতিবাচক প্রভাব দূর করতে পারে।