Ganesh idol for office: অফিসের সব কাজেই সফল হবেন, শুধু রাখতে হবে গণেশের এই মূর্তি

Keep this idol of Ganesha and you will be successful in all office work: কিছুদিন আগেই চলে গেলো গণেশ চতুর্থী। দেশ জুড়ে পালিত হলো গণপতি বাপ্পার পূজোর অনুষ্ঠান। উৎসবের আনন্দে মেতে উঠলেন আপনিও। কিন্তু আপনি কি জানেন গণপতি মূর্তি যদি নির্দিষ্ট নিয়ম মেনে আপনার বাড়িতে বা অফিসে রাখেন (Ganesh idol for office) তাহলে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার জীবন সুখে ভরে উঠবে, আপনার কোনো কাজের পরিশ্রম আর বিফলে যাবে না। গণেশ কে বলা হয় সিদ্ধিদাতা। তিনি সিদ্ধি এবং বুদ্ধি প্রদান করেন। তাই নিয়ম মেনে গণেশের পূজা করলে জীবনের সব সমস্যা সহজেই মিটে যেতে পারে।

যে কোনো শুভ অনুষ্ঠানের আগে এমনকি যে কোনো দেবদেবীর পূজোর আগেই পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। বাস্তুশাস্ত্রেও গণপতির বিশেষ গুরুত্ব রয়েছে। বস্তু বিশেষজ্ঞদের মতে বস্তুদোষ কাটাতে নিজের বাড়ি এবং অফিস (Ganesh idol for office) সব জায়গাতেই রাখা যায় গণপতি বাপ্পার মূর্তি। তবে গণেশের মূর্তি স্থাপন করার আগে কি ধরণের মূর্তি রাখবেন তা জেনে নেওয়া জরুরী। তাই কোন ধরণের বা কোন রঙের গণেশ মূর্তি রাখলে কি ফল মেলে তা প্রথমেই দেখে নেওয়া যাক।

সাদা রঙ

বাড়িতে রাখার জন্য সাদা রঙের গণেশ মূর্তি বহুল প্রচলিত। অনেকেই বাড়িতে সাদা গণেশ মূর্তি প্রতিষ্ঠা করে দৈনিক পূজা করেন। এই মূর্তি বস্তু দোষ থেকে মুক্তি দিতেও বিশেষ কার্যকরী।

লাল রং

সিঁদুরে লাল রঙের গণেশ মূর্তিও বাড়ির জন্য অত্যন্ত উপযুক্ত। এটি ব্যক্তির জীবন থেকে নানা কু-প্রভাব দূর করে জীবনে খুশি এনে দেয়।

হলুদ বা হালকা সবুজ রঙ

সন্তানদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও শিক্ষাক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে তাদের ঘরে বা পড়ার টেবিলে হলুদ বা হালকা সবুজ রঙের গণপতি মূর্তি রাখুন। জানবেন আপনার সন্তানের সাফল্য নিশ্চিত।

নিজের কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে (Ganesh idol for office) নিজের সাফল্য নিশ্চিত করতে দাঁড়ানো একটি গণেশ মূর্তি বা ছবি রাখুন। এটি যেমন আপনার সফলতাকে নিশ্চিত করবে তেমনি বস্তুদোষ কাটাতেও সহায়ক হবে। তবে মনে রাখবেন গণপতির মুখ যেন কখনো দক্ষিণ দিকে না থাকে। শুধুমাত্র বাড়ির উত্তর-পূর্ব দিকেই রাখুন গণেশের মূর্তি। অন্যথায় আপনাকে নানান ক্ষতির সম্মুখীন হতে হবে।