Turmeric Plant: আজই বাড়িতে আনুন বৃহস্পতির প্রিয় এই গাছটি; আপনার বাড়ি ভরে যাবে ধন-সম্পদে

Keep Turmeric Plant in Lakshmi Puja on Thursday to fill the house with wealth: বাস্তুমতে প্রত্যেকটি গাছের মধ্যে বিশেষ বিশেষ গুণ লুকিয়ে আছে। মানুষের জীবনে পরিবর্তন আনতে এই গাছগুলো খুবই সাহায্য করে। আজকের প্রতিবেদনে এমনই একটি গাছের (Turmeric plant) কথা তুলে ধরা হবে যা বৃহস্পতির অত্যন্ত প্রিয়। তাই এই গাছ যদি বাড়িতে আনেন কিংবা লাগান তাহলে অবশ্যই আপনার জীবন ধন-সম্পত্তিতে ভরে যাবে। আর্থিক কষ্ট কি তা ভুলে যাবেন আপনি। চলুন জেনে নিই সেই গাছটির নাম কি।

হলুদ এমন একটি জিনিস যা প্রত্যেকটি শুভ কাজে প্রয়োজন হয়। এমনকি পুজো করতে গেলেও হলুদের প্রয়োজন। তাই বাড়িতে অবশ্যই লাগাতে পারেন হলুদ গাছ (Turmeric plant), বাস্তুমতে এর উপকারিতা অনেক । এই গাছটি বৃহস্পতির অত্যন্ত প্রিয়। বাড়িতে যদি আপনি হলুদ গাছ লাগান তাহলে আপনার জীবনে শুভ প্রভাব এবং সৌভাগ্য সর্বদাই বজায় থাকবে। তবে জানতে হবে কোন দিকে লাগালে এর সঠিক ফল লাভ করা যায়।

বাড়িতে যদি একবার লাগাতে পারেন এই গাছ (Turmeric plant) ভুলে যাবেন আপনার সমস্ত রকম আর্থিক কষ্ট। নতুন আয়ের পথ ঘুরে যাবে এবং সঞ্চয় বাড়বে দ্বিগুণ। তবে প্রত্যেকটি গাছই একটি নির্দিষ্ট দিকে লাগালে ফল লাভ করা যায় সঠিকভাবে। সেরকমই আপনাদের জানতে হবে হলুদ কাজ কোন দিকে লাগালে আপনি এর ফল লাভ করতে পারবেন।

আরো পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমার দিন এভাবে পাতুন লক্ষীর ঘট; ফুলে ফেঁপে উঠবে আপনার সংসার

হলুদ কাজ ঘরে থাকলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় এবং জ্ঞান ও সমৃদ্ধি পরিপূর্ণ থাকে আপনার বাড়িতে। যার ফলে সমস্ত রকম দারিদ্রতা দূর হয়ে যায়। হলুদের মত ওষুধ কিন্তু আর হয় না। এটি যেমন রান্নায় ব্যবহার করা হয় তেমনি বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রেও সাহায্য করে থাকে। তাই এমন একটি গাছ (Turmeric plant) বাড়ির কোন দিকে লাগালে সবথেকে শুভ হবে জেনে নেওয়া প্রয়োজন।

হলুদ গাছ (Turmeric plant) বাড়ির দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝখানে রোপন করুন। নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে আপনার জীবন থেকে এবং সর্বদাই বজায় থাকবে ইতিবাচক প্রভাব। যদি কোন বাস্তুদোষ থেকে থাকে আপনার বাড়িতে তাহলে হলুদ গাছ লাগালে তার থেকেও মুক্তি পাবেন। যদি আপনার বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে পশ্চিম এবং উত্তর দিকে লাগাতে হবে হলুদের চারা।

এছাড়া আপনি চাইলে বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকেও হলুদ গাছ রোপন করতে পারেন যা অত্যন্ত শুভ প্রমাণিত হয়। সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বয়ে নিয়ে আসবে আপনার জীবনে। ঘরের আলমারিতে আপনি রাখতে পারেন হলুদের গুঁড়ো মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কোনদিনও অর্থ অভাব হবে না। বাস্তু মতে হলুদ হল শুভশক্তির প্রতীক। তাই বৃহস্পতিবার আপনি হলুদ ধারণ করতে পারেন এর ফলও অত্যন্ত ভালো হবে। পাশাপাশি হলুদের মালা দিয়ে যদি কোন মন্ত্র জপ করেন তাহলে ফল পাবেন একেবারে হাতেনাতে। এছাড়াও দেখবেন কোন শুভ হোম কিংবা যজ্ঞে হলুদের ব্যবহার হয়। তাই দেরি না করে আজই মানুন এই বিশেষ টোটকাগুলো।