Amavasya date time 2023: ভূত চতুর্দশীর পর কখন অমাবস্যা পড়ছে? কখন শুরু ‘দীপান্বিতা কালীপূজা’? জানুন ২০২৩ সময়সূচী

Know about date time of 2023 Dipanitwa Kali Puja in Amavasya: যে পথে গেছে উমা সে পথেই আসবে শ্যামা। বাকি আর মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যেই আলোক সজ্জায় সেজে উঠেছে প্রতিটি হিন্দু ঘর। প্রতি কালীমন্দিরসহ বারোয়ারি কমিটি এবং বাড়িতে কালী পূজার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। মূলত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা (Amavasya date time 2023) তিথিতে এই পূজা হয়। এই কালীপূজা ‘দীপান্বিতা কালীপূজা’ নামে পরিচিত।

প্রতি অমাবস্যাতেই বিভিন্ন রীতিনীতি মেনে কালীমন্দিরে কালীপূজা হয়। তবে আসন্ন কার্তিক মাসের এই অমাবস্যায় কালীপূজার নিয়ম আচার একটু অন্যরকম। এদিন মা কালীর আরাধনার পাশাপাশি ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। প্রতি বাড়িতেই জ্বালানো হয় প্রদীপ। অনেকের মনেই প্রশ্ন উঠেছে কোন দিনে বা কত তারিখে পড়ছে অমাবস্যা (Amavasya date time 2023)? পুজোর সঠিক সময়ই বা কখন? তাই আর দেরি না করে পঞ্জিকা অনুযায়ী ‘দীপান্বিতা কালীপূজার’ সঠিক নির্ঘণ্ট জেনে নেওয়া যাক।

দীপান্বিতা কালীপূজার দিন এবং তিথি

পঞ্জিকা মতে, কার্তিক মাসে কালীপূজা পড়েছে ১২ ই নভেম্বর ২০২৩, রবিবার। অর্থাৎ এই দিন দেবী দুর্গার ভয়ংকরী রূপ কালীর আরাধনা করা হবে। তিথি কখন পড়ছে? পঞ্জিকা অনুযায়ী দেখা যাচ্ছে, অমাবস্যা তিথি (Amavasya date time 2023) শুরু ১২ ই নভেম্বর রবিবার, ২:৪৪ মিনিট থেকে। অমাবস্যা তিথি সমাপন ১৩ ই নভেম্বর সোমবার, ২:৫৬ মিনিটে।

পূজার শুভ যোগ

দিবসে কালীপূজার অমৃতযোগ রয়েছে ৬:৫০ থেকে ৮:৫৭ পর্যন্ত এবং ১১:৪৮ থেকে ২:৩৯ মিনিট পর্যন্ত। অপরদিকে রাত্রিবেলা শুভ যোগ রয়েছে একটি ৭:২৭ থেকে ৯;১৪ মিনিট পর্যন্ত। অপর দুটি ১১:৫৩ থেকে ১:৪০ এবং ২:৩৩ থেকে ৫:৫৩ মিনিট পর্যন্ত অমৃতযোগ থাকবে।

সায়ংকাল ও বৃষভকাল

কালীপূজার সায়ংকাল হল বৈকাল ৫:২9 থেকে সন্ধ্যে ৮:০৮ মিনিট পর্যন্ত। অপরদিকে ৫:৩৯ মিনিট থেকে ৭:৩৫ মিনিট পর্যন্ত বৃষভকাল।