Famous Shiva Temple: দেশের দশটি জনপ্রিয় শিব মন্দির সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে

Know about the ten famous Shiva temple spread across the country: দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা মোটেও সহজ কথা নয়। কিন্তু তার আশীর্বাদ একবার লাভ করতে পারলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট সহজেই দূর হয়ে যায়। মার্চ মাসের ৮ তারিখ পালন করা হবে মহা শিবরাত্রি। ভক্তরা এই দিনটি মহাদেবের আরাধনার মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করে। বিভিন্ন মন্দিরের পাশাপাশি বাড়িতেও ধুমধাম করে এই দিনটিকে উদযাপন করা হয়। আজকের প্রতিবেদনে জেনে নিন ভারতের দশটি জাগ্রত শিবমন্দির (Famous Shiva Temple) সম্পর্কে।

বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড

১২ জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দির (Famous Shiva Temple) অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো ২১ মন্দির আছে। শোনা যায়, রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন।

তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ

হুগলী জেলার তারকেশ্বর শহরে অবস্থিত শিব মন্দির খুবই বিখ্যাত (Famous Shiva Temple)। পশ্চিমবঙ্গের মধ্যে বহু প্রাচীন শিব মন্দির হলো এইটি। প্রতি বছর শ্রাবণ মাসে ও বিশেষ দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম হয়।

লিঙ্গরাজ মন্দির, ওড়িশা

ওড়িশার লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এখানে শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে বিরাজ করছেন।

মুরুদেশ্বর মন্দির, কর্ণাটক

আরব সাগরের তীরে অবস্থিত কর্ণাটক এবং সেখানে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি মুরুদেশ্বর মন্দিরে রয়েছে৷ শিবের ওপর নাম মুরুদেশ্বর।

কোটিলিঙ্গেশ্বর, কর্ণাটক

জাগ্রত এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হল এখানে এক কোটি শিব লিঙ্গ রয়েছে। বছরের বিভিন্ন সময় ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। এছাড়াও এখানে ৩৩ মিটার উঁচু শিব লিঙ্গ রয়েছে।

ত্রিম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্র

পুরাণ মতে একটি কাহিনী প্রচলিত আছে স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা করা হয়। তারপরই সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব। সেই কাহিনিকে স্মরণ করেই শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে। এটিও খুব জাগ্রত মন্দির (Famous Shiva Temple)।

আরো পড়ুনঃ কেমন যাবে বৈবাহিক জীবন? বলে দেবে হাতের এই রেখাগুলি

কেদারনাথ, উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ হলো হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরে যাওয়ার জন্য কোনও সড়কপথ নেই এবং ১২ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথে অবস্থিত।

অমরনাথ মন্দির, কাশ্মীর

অমরনাথ মন্দির (Famous Shiva Temple) ভারতের জনপ্রিয় একটি তীর্থস্থান, এই মন্দিরটি হিন্দুধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পৌঁছানো সত্যি খুব দুর্গম। এটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচু একটি গুহাতে অবস্থিত। বছরের দীর্ঘসময় এই গুহা বরফ আবৃত থাকে। এই গুহার প্রবেশ পথও বরফ ঢাকা পরে যায়। গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে।

আরো পড়ুনঃ পুরীর জগন্নাথ মন্দিরের এই সব রহস্য অবাক করবে আপনাকে

সোমনাথ মন্দির, গুজরাট

গুজরাট এ অবস্থিত এই জাগ্রত শিব মন্দির ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামে পরিচিত। জানলে অবাক হবেন অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত হয়। এই মন্দিরের শিব, ‘সোমেশ্বর মহাদেব’ নামে পরিচিত।

কাশী বিশ্বনাথ, উত্তর প্রদেশ

বারানসী হলো হিন্দুদের কাছে সংস্কৃতি এবং ঐতিহ্যের শহর। বারানসী না করলে আসল ভারতবর্ষকে আপনি সঠিকভাবে চিনতে পারবেন না। গঙ্গা নদীর ধারে অবস্থিত কাশী বিশ্বনাথের এই মন্দির ভক্তদের বারে বারে টানে। মন্দিরের চূড়াটিও পর্যন্ত সোনা দ্বারা আবৃত।