Govardhan Puja date time: শ্রীকৃষ্ণ তুলেছিলেন কড়ে আঙুলে! জানেন সেই গোবর্ধন পর্বতের পুজো সম্পর্কে

Know about the Govardhan Puja date time: হিন্দু শাস্ত্রের এক অন্যতম বড় ধর্মীয় উৎসব হল গোবর্ধন উৎসব বা গোবর্ধন পূজা। যা ভগবান শ্রীকৃষ্ণের পূজা হিসেবে পরিচিত। ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট বহু রাজ্যে এই পূজা বিভিন্ন নামে পরিচিত। কোথাও অন্নকূট, কোথাও বিশ্বকর্মা, কোথাও গোবর্ধন প্রভৃতি নানা নামে এই পূজা নানা জায়গায় পালিত হয়। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে এই পূজা শুরু হয়। সেই তিথি অনুযায়ী চলতি বছরে কবে পড়েছে গোবর্ধন পূজার সময় (Govardhan Puja date time)? কিভাবেই বা এই পূজার সৃষ্টি? জেনে নিন বিস্তারিত বিবরণ।

গোবর্ধন পূজার মাহাত্ম্য

ভাগবত পুরান অনুসারে, ভগবান কৃষ্ণের জন্য উৎসর্গীকৃত এই গোবর্ধন পূজা। তবে সেই নিয়ে রয়েছে পুরান কাহিনী। কথিত রয়েছে একটা সময় ছিল যখন গোকুলের লোকেরা বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করত। কিন্তু একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাঁদের ইন্দ্রের পুজো না করে ধন-সম্পদ বৃদ্ধির জন্য গোবর্ধন পাহাড়ের পূজা করতে বলেন। শ্রীকৃষ্ণের কথা মতো সকল গ্রামবাসী অন্নকূট নিবেদন করে গোবর্ধন পাহাড়ের পূজা করেন। আর সেই দেখে ইন্দ্র ক্রোধিত হয়ে মুষলধারে বৃষ্টি নামায় গোকুলে। তবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নিয়ে গোকুলের গ্রামবাসীদের এই বিপদ থেকে রক্ষা করেন। পরবর্তীতে কৃষ্ণের এই ঐশ্বরিক ক্ষমতা দেখে ক্রোধ প্রত্যাহার করে নেন ইন্দ্র। সেই সময় থেকেই গোবর্ধন পূজা হয়ে আসছে।

ভারতের বিভিন্ন রাজ্যে এই গোবর্ধন পূজা (Govardhan Puja) বিভিন্নভাবে পালিত হয়। গোবর্ধন যেহেতু পর্বতকে প্রতিনিধিত্ব করে তাই হরিয়ানায় গোবর দিয়ে টিলা বানিয়ে তাতে ফুল, ফল, কুমকুম, অক্ষত দিয়ে পূজা করে পরিক্রমা করা হয়। আবার কোথাও এই দিনে গরু ও ষাঁড়কে ফুল দিয়ে পূজা করেন। গুজরাটে আবার এই দিনটি তাঁদের কাছে প্রথম সংবতের দিন। মহারাষ্ট্রে আবার এই দিনটি ‘পরোয়া’ নামে পরিচিত। আবার কোনো কোনো জায়গায় এই দিনটিকে বিশ্বকর্মা দিবস হিসেবে উদযাপন করে। ফলেই নানা যন্ত্রের পূজা করেন।

গোবর্ধন পূজার সময়সূচী (Govardhan Puja date time)
  • হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে, ২০২৩ সালে গোবর্ধন পূজা পড়েছে ১৪ই নভেম্বর ২০২৩, মঙ্গলবার। প্রতিপদ শুরু হচ্ছে ১৩ই নভেম্বর ২০২৩, সোমবার, দুপুর ২:৫৬ মিনিট থেকে। যা থাকবে ১৪ই নভেম্বর ২০২৩, মঙ্গলবার, দুপুর ২:২৩ মিনিট পর্যন্ত।
  • গোবর্ধন পূজার শুভক্ষণ : বৈদিক পঞ্জিকা মতে, গোবর্ধন পূজার শুভ সময় হল ১৪ই নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ভোর ৫:৫৪ মিনিট থেকে সকাল ৮:০৯ মিনিট পর্যন্ত।
গোবর্ধন পূজার (Govardhan Puja) নিয়মাবলী
  • গোবর্ধন তৈরি ‐ ভগবান শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গীকৃত এই পূজায় গোবর, কাদামাটি ও নানা পদার্থ দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করা হয়। তারপর তা ফুল ও নানা উপকরণ দিয়ে সজ্জিত করা হয়।
  • অন্নকূট নিবেদন – গোবর্ধন তৈরি করার পর সেখানে অন্নকূটের আয়োজন করা হয়। ভগবানের কাছে পর্বতের আকারে অন্নকূট নিবেদন করা হয়। নিরামিষ খাবার, মিষ্টি ফল সহ নানা উপকরণ দিয়ে অর্পণ করা হয়। তারপর সেখানে পূজার্চনা চলে, ভক্তিমূলক গান হয়, ভক্তরা নিজেদের মনস্কামনা জানায়, প্রার্থনা করে।
  • গোবর্ধন পরিক্রমা – আবার কোনো কোনো জায়গায় এই গোবর্ধনের পর্বতকে ঘিরে পরিক্রমা করা হয়। যা ভগবান শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গীকৃত।
  • প্রসাদ বিতরণ – পূজা সমাপ্তি পরবর্তী সময়ে গোবর্ধন পূজার প্রসাদ অর্থাৎ অন্নকূট সেখানকার সকল ভক্তদের বিতরণ করা হয়। একটি ভোজের আয়োজন করা হয়। আনন্দ, উৎসব, ঐক্যতার সাথে এই উৎসব আড়ম্বরে পালিত হয়।