Bipadtarini Brata: আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানুন চলতি বছরের বিপত্তারিণী ব্রতর শুভ সময় ও দিন

Know the auspicious time and day of this year’s Bipadtarini Brata: বাঙালি হল এমন এক জাতি যাদের বারো মাসে তেরো পার্বণ৷ গোটা বছরে এত উৎসব এবং পার্বণ পালন করা হয় যা অন্য কোন জাতির মধ্যে দেখতে পাওয়া যায় না। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে৷ সাধারণত বাঙালি ঘরের বউরা নানা রকমের ব্রত পালন করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বিপদতারিনী ব্রত (Bipadtarini Brata)। এই ব্রত আবার বিপত্তারিণী ব্রত নামেও খ্যাত।

এবার জেনে নেওয়া যাক বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কোন বিশেষ দিনে পালন করা হয় এই ব্রত (Bipadtarini Brata)। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে। সাধারণত এই ব্রত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে পালন করা হয়৷ বিপত্তারিণী মার কাছে ভক্তরা তাদের নানারকম কামনা বাসনা পূরণ করার জন্য এই পুজো করে থাকে। পরিবারের শান্তি এবং মঙ্গলের জন্য আর সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্রত পালন করা হয়।

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে কবে পালিত হবে এই ব্রত? বিপত্তারিণী পুজোর (Bipadtarini Brata) প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷ পঞ্জিকা দেখলেও আপনারা এই তারিখ এবং বার সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ চলতি বছরের জামাই ষষ্ঠী কবে পড়েছে? জানুন বিস্তারিত রীতি সম্পর্কে

সাধারণত বিপত্তারিণী ব্রত (Bipadtarini Brata) দুইদিন পালন করা হয়, দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷ বিপত্তারিণী দেবীর পুজোর ক্ষেত্রে ১৩ সংখ্যার আলাদাই মাহাত্ম্য রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সংখ্যা। বাঙালি ঘরের প্রত্যেক মেয়ে বউরা এই ব্রত পালন করে থাকেন। ব্রত ও পুজো শেষ হলে বাড়ির মেয়ে এবং বউরা পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেয়।

বিপত্তারিণী পুজোতে সাধারণত প্রয়োজন হয় ১৩ রকম ফুল ও ১৩ রকম ফল। এগুলো সবই দেবীর পুজোয় কাজে লাগে। বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ বাঙালির কাছে এই ব্রতের গুরুত্ব অত্যন্তই অপরিসীম।