Neel Sashthi: কিভাবে নীলষষ্ঠীতে জ্বালাবেন ‘নীলের বাতি’? শুভ সময় কখন জানুন বিস্তারিত খুঁটিনাটি

Know the auspicious time to light Neel lamp on Neel Sashthi: হিন্দুধর্মের মানুষের কাছে নীলষষ্ঠী (Neel Sashthi) হলো একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে মহাদেবের আরাধনা করে সন্তানের মঙ্গল কামনা করা হয়। চলতি বছর নীল ষষ্ঠী পালন করা হবে আগামী সপ্তাহে। যারা এই ব্রত করে তারা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য মহাদেবের কাছে আরাধনা করে। বহু প্রাচীনকাল থেকে এই ব্রত পালন করে আসা হচ্ছে।

এ বছর নীলষষ্ঠী (Neel Sashthi) পালিত হবে আগামী ১২ই এপ্রিল, শুক্রবার৷ এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ প্রত্যেকটি মা তার সন্তানের উদ্দেশ্যে মহাদেবের নিকট এই বাতি জ্বালিয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব নীলষষ্ঠীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যা আপনাদের কাছে একেবারেই অজানা।

বাবা মহেশ্বর এর নিকট নিজেদের সন্তানদের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে প্রত্যেকটি মা ঘি এর বাতি জ্বালিয়ে থাকে। যে মায়ের যত জন সন্তান, তারা ততগুলো ঘিয়ের বাতি উৎসর্গ করে মহেশ্বরের নিকট৷ এছাড়াও পরিবারের মঙ্গল কামনার জন্য অবিবাহিত পুরুষ কিংবা মহিলাও এই ব্রত পালন করতে পারে। নীলকণ্ঠ শিবের কাছে নীলের বাতি নিবেদন করে নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করা যায়।

আরো পড়ুনঃ হিন্দু মায়েরা চটজলদি জেনে নিন আসন্ন নীল ষষ্ঠীর সময়সূচি সম্পর্কে

তবে নীল ষষ্ঠীর দিন বাবা ভোলানাথ কে কিভাবে বাতি নিবেদন করবেন এই বিষয়ে আজকে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনি বাড়িতে পুজো করেন তাহলে খেয়াল রাখতে হবে নীলষষ্ঠীর (Neel Sashthi) বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷ বড় মাটির প্রদীপে এই নীলের বাতি জ্বালাবেন তাহলে তা সারারাত প্রজ্জ্বলিত থাকবে। প্রাচীন রীতি অনুসারে নীলকণ্ঠের সামনে ঘিয়ের প্রদীপ নিবেদন করাই রীতি৷ তবে অনেকে নীলরঙের মোমবাতিও নিবেদন করেন নীলের বাতি স্বরূপ৷

চলতি বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুরু হচ্ছে শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷ পাশাপাশি আপনি নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷