Durga puja 2024: বেশি মনখারাপ করতে হবে না! সামনের বছর আগেই আসছে মা, জানুন ২৪’র নির্ঘণ্ট

Know complete schedule and date of Durga puja 2024: প্রতিবছরের মতো এ বছরেও অপেক্ষার অবসান হলো সকল বাঙালির। সমাপ্ত হল ২০২৩-এর দূর্গাপূজা। গত ২৪ শে অক্টোবর মঙ্গলবার কৈলাসে ফিরেছেন মা দুর্গা। চারিদিকে বিষাদের সুর। মহামায়ার মর্তে আগমনের অপেক্ষায় আরো একটা বছর। দশমীর পরের দিন থেকেই বাঙালির আগামী বছরের দুর্গাপুজো নিয়ে শুরু হয়ে যায় কাউন্ট ডাউন। আগামী বছরে মায়ের পুজো কবে থেকে শুরু সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠে আসে জনমানষে। তাই আজকের এই প্রতিবেদনে ২০২৪ সালের পুজোর সময়সূচী সম্পর্কে জানানো হয়েছে (Durga puja 2024)। আসুন জেনে নেওয়া যাক।

সময়সূচী অনুযায়ী ২০২৩ সালের ২৪ শে অক্টোবর শেষ হয়েছে দুর্গাপুজো। আগামী ২৮ শে অক্টোবর শনিবার মহামায়ার কন্যা দেবী লক্ষ্মীর পূজা হবে মর্ত্যে। তার কিছুদিন পরেই ১২ই নভেম্বর রবিবার পুজিত হবে মহামায়ার আরেক রূপ কালির। সেই নিয়ে বাঙালি দু-একদিন আনন্দে থাকবে। তবে তার মাঝেই বাঙালির মনে প্রশ্ন উঠেছে সামনের বছর দুর্গাপুজো কবে থেকে শুরু? অক্টোবরের প্রথম নাকি এ বছরের মতো শেষের দিকে? আসুন ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের দুর্গাপুজোর দিনক্ষণ বিস্তারিত হবে জেনে নেওয়া যাক (Durga puja 2024)।

চলতি বছরে মহামায়ার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতিতে এবং গমন হয়েছে ঘোটকে। তবে আগামী বছরে মায়ের মর্ত্যে আগমন হবে দোলা বা পালকিতে। যার ফল ভূমিকম্প, মহামারী, খরা, অতি মৃত্যু। অর্থাৎ ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে অপরদিকে মায়ের গমন রয়েছে গজে অর্থাৎ হাতিতে। যার ফল মর্ত্যে সুখ-শান্তি, সমৃদ্ধি, পর্যাপ্ত বৃষ্টি, ভক্তদের মনস্কামনা পূরণ এবং সুফল লাভ।

ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে আগামী বছরে দুর্গাপূজা শুরু অক্টোবরের প্রথম দিকে। ২০২৪ সালে ২রা অক্টোবর বুধবার পালিত হবে মহালয়া। অর্থাৎ ৩রা অক্টোবর বৃহস্পতিবার থেকে দেবীপক্ষের সূচনা (Durga puja 2024)। শুরু হবে শারদীয়া নবরাত্রি। তাহলে পুজো শুরু কবে? সামনের বছর ৯ অক্টোবর ২০২৪, বুধবার পড়েছে মহা ষষ্ঠী। ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার মহা সপ্তমী। ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার মহা অষ্টমী। ১২ অক্টোবর ২০২৪, শনিবার মহানবমী। ১৩ই অক্টোবর ২০২৪, রবিবার পড়েছে বিজয়া দশমী।

সামনের বছর নবমী এবং দশমীর শনি-রবিবার পড়ায় ছুটি নষ্ট চাকরিজীবীদের। তবে আগামী বছরে কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ ই অক্টোবর বুধবার। তার কিছুদিন পরেই মায়ের আরেক রূপ কালীপুজো পালিত হবে ৩১ অক্টোবর বৃহস্পতিবার। তার ঠিক তিনদিন পরেই পড়েছে ভাইফোঁটা। অর্থাৎ ভাইফোঁটা হবে ২০২৪ সালের ৩রা নভেম্বর রবিবার।