Mahalaya 2023: মহালয়ার দিনেই মর্ত্যে পা রাখেন উমা! কখন শুরু হবে শুভ তিথি?

Know the date and everythings about Mahalaya this year: হাতে গোনা আর কয়েকটি দিন বাকি তারপরেই পুজোর শুরু আর পূজোর আগে রয়েছে মহালয়া (Mahalaya 2023)। যে দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এর মধ্যে দিয়ে রাজ্য জুড়ে পুজোর গন্ধ ছড়িয়ে পড়বে, অমাবস্যা তিতি আসলে পিতৃপক্ষ ও দেবিপক্ষের সন্ধিক্ষণ। মহালয়া নিয়ে বাঙালির মনে একটা আবেগ কাজ করে। এদিন ভোরে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শুনে দিন শুরু হয় মানুষের। হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

মহালয়ার (Mahalaya 2023) দিন অমাবস্যা থাকে, এ দিন মানুষ তাদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে। তারপর দিন শুক্লা প্রতিপদ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ ১৫ দিন থাকে দেবীপক্ষ। এর মধ্যে প্রথম থেকে দশমী পর্যন্ত দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয় এবং শেষ পাঁচদিন হয় দুর্গা পূজা। আর মহালয়ার দিন দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেন। শাস্ত্র অনুযায়ী, মহালয়ার দিনই দেবী দুর্গা মহিষাসুর বদ করার দায়িত্ব পেয়ে ছিলেন।

ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিবাদ থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ আর মহালয়া (Mahalaya 2023) পিতৃপক্ষের শেষ দিন। এ বছর গত ২৯শে সেপ্টেম্বর পিতৃপক্ষের সূচনা হয়েছে। আগামী ১৪ই অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন গিয়ে শেষ হবে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের সময় মানুষ তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা পিন্ড দান করে থাকেন। যে সমস্ত মানুষ পরলোকগত পূর্বপুরুষের মৃত্যুর দিনে শ্রদ্ধানুষ্ঠান করেননি, তারা পিতৃপক্ষের সময় শ্রদ্ধানুষ্ঠান করতে পারে। এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে। এ সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান খুবই শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিন পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। এদিন তাদের উদ্দেশ্যে তর্পণ দিলে পূর্বপুরুষের আশীর্বাদ মিলে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি হয়।

১) বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছরের মহালয়া (Mahalaya 2023) পড়েছে ইংরেজির ১৩ই অক্টোবর ২০২৩ তারিখ অর্থাৎ বাংলার ২৬শে আশ্বিন, শুক্রবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে এ দিন রাত৯টা বেজে ৫২ মিনিটে। পরদিন ১৪ই অক্টোবর অর্থাৎ বাংলার ২৭শে আশ্বিন, শনিবার, রাত্রি ১১টা বেজে ২৫ মিনিটে শেষ হবে অমাবস্যা।

২) গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে মহালয়ার (Mahalaya 2023) দিনক্ষণ পড়েছে ১৩ই অক্টোবর অর্থাৎ বাংলার ২৫শে আশ্বিন, শুক্রবার, রাত্রি ৯টা বেজে ২৬মিনিট ১০ সেকেন্ডে। আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে আগামী ১৪৪ই অক্টোবর অর্থাৎ ২৬শে আশ্বিন, শনিবার, রাত্রি ১০টা বেজে ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে।