Meaning of Kojagari: লক্ষীপূজায় এই ভুল করলে দরজা থেকে ফিরে যাবেন দেবী

know the exactly Meaning of word as Kojagari: প্রতিবছরের মতো এ বছরেও দেবী দুর্গার আরাধনার পর মর্ত্যৈ আসতে চলেছে মা লক্ষ্মী। চলতি বছরে বিজয় দশমীর পাঁচদিনের মাথায় অর্থাৎ আগামী ২৮ অক্টোবর শনিবার বাঙালির প্রতি ঘরে ঘরে পালিত হবে ধনদেবী লক্ষ্মীর পূজা। শারদ পূর্ণিমা তিথিতে পূজিতা হন দেবী লক্ষ্মী। এই লক্ষ্মীপুজো কোজাগরী লক্ষী পূজো নামে খ্যাত। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই লক্ষ্মীপূজার নাম কোজাগরী কেন? কোজাগরী শব্দ কি অর্থ বহন করে (Meaning of Kojagari)? জানুন এই প্রতিবেদনে।

সপ্তাহের একটিবার বৃহস্পতিবারকে লক্ষ্মী বার হিসেবে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অনেকেই নানা কিছু দিয়ে পূজা করেন। তবে দুর্গাপূজার পরবর্তী পূর্ণিমা তিথি অর্থাৎ শারদ পূর্ণিমা তিথিতে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর যে পূজা হয় তা কোজাগরী লক্ষ্মীপূজা নামে পরিচিত। তবে মা লক্ষ্মীর নামের আগে এই কোজাগরী শব্দ পিছনে রয়েছে এক আধ্যাত্মিক কারণ। যা আজও মেনে চলেন আপামর বাঙালি।

সময় তিথি অনুযায়ী আগামী ২৮ শে অক্টোবর শনিবার শুভ সময়ে আরাধনা করা হবে ধন-সম্পদদাত্রী দেবী লক্ষ্মীর। ফলে জোর কদমে চলছে দেবীর আরাধনার প্রস্তুতি পর্ব। পূজার সামগ্রীর দোকানগুলিতে জমেছে বাঙালির ভিড়। মাকে সন্তুষ্ট করতে মায়ের পছন্দসই সামগ্রী কিনতে ব্যস্ত সকল বাঙালি। মাকে প্রসন্ন করতে সবই তো কিনছেন তবে তার আগে জানুন দেবী লক্ষ্মীর এই পূজার নাম কোজাগরী লক্ষ্মীপূজা কেন। এই কোজাগরী শব্দের উৎপত্তি (Meaning of Kojagari) কোথা থেকে? কি অর্থ বহন করছে এই শব্দ?

কোজাগরী শব্দের অর্থ

শাস্ত্র মতে, কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, এই শারদ পূর্ণিমার দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজায় ধনলক্ষ্মী মর্ত্যে আসেন এবং প্রতিটি বাড়িতে বা প্রতিটি পরিবারে মা লক্ষ্মীর পায়ের ছাপ পড়ে। মা সকলকে আশীর্বাদ করেন। তাই ভুলেও এদিন বাড়ির দরজা বন্ধ রাখবেন না। তা না হলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। মা ফিরে যাবেন। ফলেই কোজাগরী লক্ষ্মীপূজায় রাত জেগে পূজা অর্চনা করার রীতি এখনো চলে আসছে।

কোজাগরী শব্দের উৎপত্তি

দেবী লক্ষ্মীর নামের আগে থাকা শব্দ কোজাগরীর উৎপত্তি হল ‘কো জাগতী’ থেকে। যার অর্থ জেগে থাকা (Meaning of Kojagari)। ফলে এখনো বহু বাড়িতে লক্ষীপূজায় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয়। চারিদিকে বেজে ওঠে শাঁখ-ঘন্টা। এতে মা প্রসন্ন হন। আর এই কারণেই এই শারদ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। তিথি অনুযায়ী এই বছরে অর্থাৎ ২০২৩ সালে পূর্ণিমা শুরু হবে ২৮ অক্টোবর শনিবার সকাল ৪:১৭ মিনিটে এবং পূর্ণিমা থাকবে ২৯ শে অক্টোবর রবিবার ১:৫৬ মিনিট পর্যন্ত। পাশাপাশি এদিন আবার চন্দ্রগ্রহণও রয়েছে। যার ফলে এদিন ৫:৪২ মিনিটে ঘটবে চন্দ্রদ্বয়। মায়ের বিশেষ কৃপা লাভ করতে এদিন নিয়ম মেনে আরাধনা করুন ধনলক্ষ্মীর।