Rituals Of Puja: কিভাবে করবেন পুজো দাঁড়িয়ে না বসে জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে

Know Rituals Of Puja whether to stand or sit: সনাতন হিন্দুধর্ম অনুসারে পুজো মানুষের জীবনের এবং ধর্মাচরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করতে চান তখন নির্দিষ্ট নিয়ম মেনে (Rituals Of Puja) পুজো করাটা আবশ্যক। ঈশ্বরের আরাধনা করাটাই হিন্দু ধর্মের মানুষের প্রধান লক্ষ্য। ঈশ্বরের আরাধনা প্রত্যেকটি মানুষের জীবনের সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। কিন্তু প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা নিয়ম মেনে পুজো করতে হয় এবং অনেক সময় আঞ্চলিক ভাবেও পুজোর আলাদা আলাদা নিয়ম পালন করা হয়।

বহু ব্যক্তি আছেন যারা পুজো বসে করেন, আবার এমন অনেকে আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন। কিন্তু শাস্ত্র অনুসারে পুজোর কোন নিয়মটা (Rituals Of Puja) সঠিক নিয়ম জানেন কি? কীভাবে আরাধনা করবেন ভগবানের? কোন পদ্ধতিতে সর্বোচ্চ ফল লাভ করা সম্ভব সেটাই আলোচনা করা হল এখানে।

হিন্দুশাস্ত্র এর নিয়ম অনুসারে (Rituals Of Puja), পুজো কোনোদিন দাঁড়িয়ে করতে নেই। ভগবান এতে সন্তুষ্ট হন না। আপনি যদি দাঁড়িয়ে পুজো করেন তাহলে তার কাঙ্খিত ফল লাভ করা সম্ভব না। সর্বদাই ঠাকুরের আসনের সামনে হাঁটু মুড়ে বসে পুজো করতে হবে, এটাই সবথেকে শুভ বলে মনে করা হয়।

আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো (Rituals Of Puja) পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন? এটাও বর্ণনা করা আছে হিন্দুশাস্ত্রে। শাস্ত্র অনুসারে, পুজো করার সময় আপনার পূর্ব দিক মুখ করে বসাটাই বাঞ্ছনীয়। এছাড়া, পুজোর যাবতীয় উপকরণ, আপনার বাম দিকে থাকবে। পাশাপাশি ধূপকাঠি, ঘণ্টা সব আপনার ডানডিকে থাকবে। যারা পুজোতে উপস্থিত থাকবেন তাদের কপালে তিলক অবশ্যই থাকতে হবে। আপনি ঠাকুরের আসনের দিকে মুখ করে বসবেন।

আরো পড়ুনঃ ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে গেলে লিখে জপ করুন এই আটটি মন্ত্র

কোনোদিন পুজো করার সময় আপনি যেখানে থাকবেন, তা যেন পুজোর স্থানের থেকে উঁচু না হয়। যদি আপনি পুজোর স্থানের থেকে উঁচুতে থাকেন কখনোই পুজোর সঠিক ফল পাবেন না। মাটিতে বসে পুজো করাটা বয়স্ক মহিলাদের পক্ষে খুবই কষ্টদায়ক, তাই চেয়ারে বা টুলে বসে পুজো করেন। এরকম হলে পুজোর আসন আপনার চেয়ারের থেকে উঁচুতে স্থানে অবস্থান করতে হবে।

আপনি পুরুষ কিংবা মহিলা যেই হন পুজো করার সময় মাথা অবশ্যই ঢেকে রাখুন (Rituals Of Puja)। কখনোই মাথা খোলা রেখে পুজো করবেন না ঈশ্বরের আরাধনার সুফল পাওয়া যায় না এর ফলে। এছাড়া রবিবার কখনোই দূর্বা ঘাস তুলতে নেই। স্নান ছাড়া কখনোই তুলসী পাতা তুলবেন না, দেবতারা স্বীকার করেন না। এছাড়াও দেবতাদের সামনে প্রজ্জ্বলিত প্রদীপ নেভাতে নেই।