Shitala Ashtami: জানুন শীতলা অষ্টমীর সময়সূচী; কেন পুজো করা হয় মা শীতলাকে? কি তার নিয়ম?

Know Schedule of Shitala Ashtami: হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি দেবদেবীর আলাদা মাহাত্ম্য রয়েছে। শীতলা অষ্টমী (Shitala Ashtami) হিন্দুদের মধ্যে অনেকেই পালন করে থাকেন, সাধারণত সন্তানের মঙ্গল কামনাতে এই পুজোটি করা হয়। শীতলা অষ্টমী পালিত হয় চৈত্র মাসের কৃষ্ণ কক্ষের অষ্টমী তিথিতে। বিভিন্ন শীতলা মন্দিরের মাকে ভক্তি ভরে এই দিন পুজো করা হয়। এই বিশেষ তিথিতে এ বছর পড়েছে ২রা এপ্রিল।

যখন আবহাওয়া পরিবর্তন হয় বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় মানুষের শরীরে। বাড়ির ছোট থেকে শুরু করে বড়রা সবাই এই রোগে আক্রান্ত হয়। এই রোগ যাতে কোনভাবে কাউকে আক্রান্ত করে কষ্ট না দিতে পারে তাই জন্যই মা শীতলাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয় এই পুজোর মাধ্যমে। মা শীতলার পুজো (Shitala Ashtami) করলে হাম, পক্স এবং গুটি বসন্তের মতো রোগ হয় না এমনটাই মানুষের বিশ্বাস।

শুধুমাত্র রোগ নয়, জীবনে নানা রকম সমস্যা এবং বাধা থেকে মুক্তি পেতে আপনার অবশ্যই শীতলা অষ্টমীতে (Shitala Ashtami) মা শীতলার পুজো করা উচিত। জীবনে অশুভ শক্তি দূর হয়ে বজায় থাকে সমস্ত রকম শুভ শক্তি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মা শীতলার হাতে ঝাঁটা থাকে। এর পিছনের মূল কারণ হলো আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর করবে এবং দারিদ্র দূর করে বজায় রাখবে সুখ ও সমৃদ্ধি।

আশা করি মা শীতলার মূর্তি আপনারা সবাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। মা শীতলার হাতে যে ঝাঁটা এবং কুলো থাকে তাহলে আবর্জনা পরিষ্কার করার প্রতীক। আবার তারা হাতে থাকা পাখা হল ঠান্ডা করার বিশেষ একটি উপায়। গরমে তাপে জর্জরিত মানুষকে তিনি এই পাখার বাতাস দিয়ে ঠান্ডা করবেন। তার কাছে যে কলস থাকে তার শান্তিবারি দিয়ে সকলকে ঠান্ডা করে দেন এবং পরিবারের শান্তি বজায় রাখেন। মা শীতলার বাহন হলো গাধা। এর আসল কারণ হলো গাধা যে কোন বোঝা নির্দ্বিতায় বহন করে। মা তেমন তার ভক্তদের সমস্ত বোঝা হাসিমুখে বহন করে থাকেন।

আরো পড়ুনঃ ১লা এপ্রিলে কে হবেন এপ্রিল ফুল! আর কারা পাবেন বাড়ি-গাড়ি! জানুন দৈনিক রাশিফলে

শীতলা অষ্টমী (Shitala Ashtami) শুধুমাত্র এই রাজ্যে নয় অন্যান্য রাজ্যেও পালিত হয়। তবে অন্য রাজ্যে এটি অন্য নামে পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে এবারের শীতলা অষ্টমী পড়েছে আগামী মঙ্গলবার। পুজোর শুভ সময় হল ভোর ৬টা ১৯ মিনিট। সন্ধ্যে সাড়ে ছয়টা অবধি পুজো দেওয়ার শুভ সময় রয়েছে অর্থাৎ মোট ১২ ঘন্টা শীতলা অষ্টমীর পুজো দেওয়া যেতে পারে। এই অষ্টমীটি শুরু হচ্ছে আগের দিন নটা নয় মিনিট থেকে।

আরো পড়ুনঃ সঠিক সময়ে করুন এই চারটি কাজ; দূর হবে সমস্ত অর্থকষ্ট

তবে শীতলা অষ্টমীর (Shitala Ashtami) ব্রত পালন করার বিশেষ নিয়ম রয়েছে যা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এই দিন কোনরকম রান্না করা হয় না অর্থাৎ অরন্ধন পালন করা হয়। এই বিষয়ে শুরুতে বাসি রান্না খাওয়ার নিয়ম রয়েছে। সাধারণত গরমকালে এই তিথি পালন করা হয় বলে অনেকে এই দিন পান্তা ভাত খাওয়ার পক্ষপাতী থাকেন। গঙ্গাস্নান করা খুবই প্রয়োজনীয় এবং দেবীর আরাধনা করার সময় নিম গাছের ডাল অতি প্রয়োজনীয় একটি জিনিস।