Tips for tuesday: সামান্য ভুলেই হতে পারে চরম সর্বনাশ! জেনে রাখুন মঙ্গলবারের উপবাসের মাহাত্ম্য

Know some important tips for fasting in the name of Hanuman Ji on Tuesday: হিন্দু ধর্মে সপ্তাহের সাতটি দিনই বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সাতটি দিনে সনাতন ধর্মের কোনো না কোনো দেবদেবীর জন্য উৎসর্গীকৃত। যেসব ব্যক্তি যে দেব-দেবীর ভক্ত তারা সপ্তাহের সেই দিনগুলিতে সেই দেব-দেবীর পূজার্চনা করেন। উপবাস করেন। ভক্তি ভরে আরাধনা করেন। তেমনি অনেকেই মঙ্গলবার দিনে উপবাস করেন। এদিন অনেকেই বজরংবলীর পূজা পাঠ করেন। হনুমান চাল্লিসা পাঠ করেন। পাশাপাশি অনেকে উপবাসা করেন। যা না করলে হনুমানজির পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। কিন্তু কেন বজরংবলীর পূজায় মঙ্গলবার দিন (Tips for tuesday) উপোস করার রীতি রয়েছে? জেনে রাখুন উপবাসের কাহিনী এবং উপবাসের উপকারিতা।

সংকটমোচনের দেবতা বলা হয় রাম শিষ্য হনুমানজিকে। বুদ্ধি, ক্ষমতা, শক্তির প্রতীক তিনি। যেকোনো সমস্যায় ভক্তদের রক্ষা করে বুকে আগলে রাখেন বজরংবলী। অশুভ শক্তির বিনাশ ঘটায় এই দেবতা। ফলেই মঙ্গলবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সাহস সঞ্চয়ের জন্য বজরংবলীর উপবাস করেন বহু সনাতন ধর্মালম্বী ব্যক্তিরা। তবে উপবাস তো করেন, কিন্তু এই উপবাস (Tips for tuesday) কেন করা শুভ বা এই উপবাসের গুরুত্ব কি তা জানেন? না জেনে থাকলে অবশ্যই জেনে নিন এই প্রতিবেদনে।

পুরান কাহিনী বলছে, পূর্বে শহরের এক স্থানে এক ধনী ব্রাহ্মণ দম্পতি বসবাস করতেন। তাদের সবকিছুর সুখ ছিল, শুধু সুখ ছিল না সন্তানের। কারণ তারা নিঃসন্তান ছিলেন। ফলে এই সন্তান লাভের জন্য প্রতি মঙ্গলবার ব্রাহ্মণ জঙ্গলে হনুমানজির পূজা করতে যেতেন। পবনদেব কে অন্ন নিবেদন করে তবেই দম্পতি খাবার গ্রহণ করতেন। এই উপবাসকালীন সময়ে এক মঙ্গলবার বজরংবলীকে ভোগ দিতে পারেনি ব্রাহ্মণ। সেই দিন তিনি প্রতিজ্ঞা নেন, পরের মঙ্গলবার পর্যন্ত তিনিও উপবাস করে থাকবেন। বাজরংবলীকে ভোগ নিবেদন করে তবেই তিনি ৬ দিন পর উপবাস ভাঙ্গবেন।

সেইমতো পরের মঙ্গলবার উপবাস (Tips for tuesday) থাকাকালীন সময়ে জ্ঞান হারান ব্রাহ্মণ। অপরদিকে ধনী ব্রাহ্মণের বজরংবলীর প্রতি ভক্তি দেখে পবনদেব প্রসন্ন হয়ে সেই দম্পতির পরিবারে সন্তান দেন। জ্ঞান ফিরে আসার পর বাড়িতে এসে ব্রাহ্মণীর কোলে সন্তান দেখে অবাক হন ব্রাহ্মণ। পরবর্তীতে ব্রাহ্মণী তার স্বামী ব্রাহ্মণকে পুরো ঘটনা জানান। কিন্তু ব্রাহ্মণ বিশ্বাস করতে চান না। ফলে ব্রাহ্মণকে হনুমানজি স্বপ্নে দেখা দিয়ে বলেন যে, এই শিশু তারই। তারপর থেকেই বিশ্বাস করে, প্রতি মঙ্গলবার বজরংবলীর পূজো এবং উপবাস করতে লাগেন ব্রাহ্মণ দম্পতি। এই কাহিনী অনুসারে মঙ্গলবার বজরংবলীর দিন হিসেবে উৎসর্গীকৃত হয়।

এদিন উপবাস করে বজরংবলীর কাছে মনস্কামনা জানালে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। সব পাপ থেকে মুক্ত করেন বজরংবলী। মঙ্গলবার বজরংবলীর পূজা (Tips for tuesday) উপলক্ষে হনুমান চাল্লিসা পাঠ বা ব্রতকথা পড়লে বাড়িতে সুখ-শান্তির আগমন ঘটায় পবনদেব। মানসিক দুশ্চিন্তা সরিয়ে সুচিন্তা, মনে সাহস যোগায় হনুমানজি। নানা রোগব্যাধি থেকেও ভক্তকে দূরে রাখে সংকটমোচনকারী দেবতা। তাই অবশ্যই মঙ্গলবার বজরংবলীর উপবাস করা অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?