Saraswati Puja Vidhi: পুরোহিত ছাড়াও কি বাড়িতে সরস্বতী পুজো করা সম্ভব? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

Know the Vidhi of doing Saraswati Puja at home without a priest: হিন্দুশাস্ত্র অনুযায়ী, সরস্বতী পুজো বাঙ্গালীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সারা বছর ছাত্র–ছাত্রীরা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকে। একাগ্রচিত্তে দেবীকে ডাকলে অবশ্যই তার ফল পাওয়া যায়। পরীক্ষায় ভালো ফল করতে এই দিনটিতে বিশেষ নিয়ম-রীতি পালন করে শিক্ষার্থীরা (Saraswati Puja Vidhi)। বছরের ঠিক কোন সময়ে হয় এই পুজো? না জানলে আজই এই প্রতিবেদনে জানুন বিস্তারিত।

প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই দিনটি আবার বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত। শুধু বাড়িতে বাড়িতে নয়, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষামূলক প্রতিষ্ঠানে এই পুজো বেশ আড়ম্বরের সঙ্গেই পালন করা হয়। এছাড়া নানা পাড়ার সর্বজনীন পূজামন্ডপে এই পূজা ধুমধাম করে আয়োজন করা হয়ে থাকে। পূজার বিধি (Saraswati Puja Vidhi) পুরোহিতরা ভালই জানে কিন্তু যদি বাড়িতে একাই করা যায় পুজো কেমন হয় তাহলে?

যারা পূজার আয়োজন করে এবং অঞ্জলি দেয় তারা সকাল থেকে উপোস করে থাকে। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের দেবী। তবে বর্তমান আধুনিক সময় পুরোহিত ছাড়াও এই পুজোর প্রতিনিধিত্ব করা যায়। শুধু এর জন্য জেনে নিতে হবে সঠিক আচার অনুষ্ঠান (Saraswati Puja Vidhi)। আজকের প্রতিবেদনের এটাই কিন্তু আলোচ্য বিষয়।

আরো পড়ুনঃ বাগদেবীর আরাধনার দিন আনুন এই জিনিস; জ্ঞান-বুদ্ধি-সমৃদ্ধি বাড়বে নিশ্চিতভাবে

সরস্বতী পূজার অন্যতম সামগ্রী হল দেবীর মূর্তি, আম্রপল্লব, হলুদ, সাদা ফুলের মালা, পান, দূর্বা, বেলপাতা, পাঁচ ধরনের ফল, কলস, সুপারি, প্রদীপ, ধূপকাঠি, ধান, দোয়াত এবং দুধ। এছাড়াও যে যার সাধ্যমত মিষ্টি নিবেদন করে থাকে। পুজো শুরু করার আগে অবশ্যই সকালে স্নান করতে হবে এবং সেই স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়া আবশ্যক, এতে জল বিশুদ্ধ হয়। এইসব উপকরণ দিয়ে তবে সঠিক নিয়ম অনুসারে (Saraswati Puja Vidhi) বাগদেবীর আরাধনা করা যায়।

আরো পড়ুনঃ কেরিয়ার এবং আর্থিক দিক থেকে কেমন কাটবে এই মাস? জানুন বিস্তারিত খুঁটিনাটি

স্নান করার আগে নিম পাতা ও হলুদ বাটা অবশ্যই গায়ে লাগাতে হয়। স্নান শেষে পরিধান করতে হয় সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র। যেখানে পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে সেখানে দেবীকে প্রতিষ্ঠা করুন। দেবী সরস্বতীকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে পারেন। পুজোর স্থানটি ফুল এবং আলপনা সহযোগে ভালো করে সাজাতে পারেন। দেবীর পাশে বই, খাতা, হারমোনিয়াম বিভিন্ন শিক্ষা সংক্রান্ত জিনিস রেখে তাও ফুল দিয়ে সুন্দর করে সাজান। পুজোর জায়গায় দোয়াত সাজাতে হবে এবং তাতে দিতে হবে দুধ ও খাগের কলম। দেবীর সামনে জলপূর্ণ ঘট স্থাপন করতে হবে। ফুল বেল পাতা বেবির পায়ে নিবেদন করে বাগদেবীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এভাবে পুরোহিত ছাড়াও আপনারা নিজেরাও এই পুজোর প্রতিনিধিত্ব করতে পারেন।