Virat Kohli’s Family Horoscope: কি আছে বিরাট-অনুষ্কার ভাগ্যে? ছেলে মেয়ে সহ গোটা পরিবারের রাশিফল দেখুন এক নজরে

Know Virat Kohli’s complete family horoscope with new born baby: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা হলেন একেবারে হিট জুটি। একজন প্রাক্তন ভারত অধিনায়ক ও অপরজন বলিউডের সুন্দরী। তাদের জীবনে সম্প্রতি প্রবেশ করেছে ফুটফুটে পুত্র আকাই ৷ চলতি বছরে তাদের জন্য এটাই সব থেকে বড় পাওনা। গতকালই সমস্ত সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়েছে অর্থাৎ বিরাট ও অনুষ্কা (Virat Kohli’s Family Horoscope) নিজে সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন ৷ ছোট্ট ভামিকার খেলার সাথী তাদের ছেলে জন্মেছে সম্প্রতি। গোটা পরিবারের রাশিফল সম্পর্কে আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন।

গত ১১ জানুয়ারি ২০২১-এ জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তান ভামিকার। চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছে তাদের দ্বিতীয় সন্তান। অনেকের মনে প্রশ্ন জাগে কিভাবে হলো এদের দেখা? বিরাট অনুষ্কার পরিচয় হয়েছিল একটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে গিয়ে, তারপর বাড়লো ঘনিষ্ঠতা এবং বিয়ে। বর্তমানে কিন্তু দুই সন্তানের অভিভাবক বিরুষ্কা ৷ বিরাট, অনুষ্কা, মেয়ে ভামিকা ও পুত্র আকাইয়ের জন্ম তারিখ (Virat Kohli’s Family Horoscope) অনুযায়ী রাশিফল জেনে নিন।

বিরাটের জন্ম তারিখ অনুসারে তার হলো বৃশ্চিক রাশি (Virat Kohli’s Family Horoscope), আবার বৃশ্চিকের প্রভু মঙ্গল, মঙ্গল কিন্তু সাহস ও পরাক্রমের দেব ৷ অনুষ্কার জন্ম তারিখ অনুযায়ী বৃষ রাশি, বৃষর প্রভু হলেন শুক্র, শুক্র হলেন প্রেম, বৈভব ও সুখের দেবতা, শনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে শনিদেবের ৷

আরো পড়ুনঃ মিথুন রাশির জাতকরা সহ্য করতে পারেনা এই ধরনের কথা; কেনো করে তারা এরকম?

বিরাট কন্যা ভামিকার জন্ম অনুযায়ী তার রাশি হলো মকর, মকর রাশির প্রভু শনিদেব ৷ শনিদেবকে বলা হয় ন্যায় ও কর্মফলদাতা ৷ শনিদেব প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন ৷ বর্তমানে শনিদেব অস্তমিত অবস্থায় আছেন নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে ৷

আরো পড়ুনঃ রাশিফল অনুযায়ী আগামী এক সপ্তাহ আপনার কেমন যেতে চলেছে

বিরাট পুত্র আকাইয়ের জন্ম তারিখ অনুযায়ী তার রাশি হলো কুম্ভ, কুম্ভর স্বামী শনিদেব। তিনি ৩০ বছর পরে এই মুহূর্তে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অস্তমিত ৷ অনেকেই জানেন এই সময়ে শনিদেব কুম্ভতে অবস্থান করছে৷ আমার পাশাপাশি শনি-বুধও কুম্ভতে রয়েছেন এরফলে শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ হয়েছে ৷