Chanting of mantras: কোন সময় কি মন্ত্র জপ করবেন? জেনে রাখলে ম্যাজিক হবে

Knowing the mantras while chanting mantras will work like magic: যে কোনো আধ্যাত্মিক তত্ত্ব এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মন্ত্রপাঠ বা মন্ত্রোচ্চারণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বলে বিবেচিত হয়। শাস্ত্রজ্ঞ ব্যাক্তিরা মনে করেন নিয়মিত মন্ত্রোচ্চারণ করলে তার প্রভাবে আমাদের শরীর, মন ও আত্মার পরিবর্তন হওয়া সম্ভব। অর্থাৎ মন্ত্র জপ করলে ঈশ্বরের সঙ্গে একটি আধ্যাত্মিক যোগ তৈরি হয়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মন্ত্র জপ (Chanting of mantras) করার নির্দেশ দেওয়া হয়। জেনে নিন কোন সময় কোন মন্ত্র জপ করলে আপনি শুভ ফল পেতে পারেন।

১) কোনো ইন্টারভিউ বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং এর কাজে যাওয়ার সময় গায়ত্রী মন্ত্র জপ করা (Chanting of mantras) অত্যন্ত শুভ। এই বিশেষ সময়ে গায়ত্রী মন্ত্রটি জপ করতে হয় মোট ২১ বার। এর ফলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সেই কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

২) ব্যবসায়ী ব্যক্তিরা নিজের কোনো ব্যবসা বিষয়ক ডিল সম্পন্ন করতে বা ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কিছু শুরু করতে যাওয়ার আগে ১০৮ বার শ্রীম মন্ত্র জপ করলে সেই কাজে সফলতা অবশ্যম্ভাবী। শুধু একদিন নয় ব্যবসায়ীরা যদি প্রতিদিনই এই মন্ত্রের জপ করেন তবে ব্যবসা ক্ষেত্রে তারা শীঘ্রই নানা সফলতার মুখ দেখবেন।

৩) নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেললে, কাজের প্রতি অনীহা সৃষ্টি হলে বা কোনো নেগেটিভ শক্তির প্রভাব জীবনে অনুভব করলে ৫১ বার দুর্গা মন্ত্র জপ করা উচিত (Chanting of mantras)। এই মন্ত্রের শক্তিতে শুভ ফল মিলবে অতি শীঘ্রই।

৪) নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় বারবার জর্জরিত হয়ে পড়লে হনুমানজির শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে ১১ বার হনুমান চল্লিশা মন্ত্র পাঠ (Chanting of mantras) করলে খুব দ্রুতই যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।