Laddu Gopal Puja Rituals: গোপাল সেবায় রাত্রিবেলার এই নিয়মে ভুল যেন না হয়! রুষ্ট হতে পারে নাড়ু গোপাল

Rituals of Puja If this mistake is fired, Laddu Gopal may get angry: হিন্দু ধর্মে গোপাল পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতি হিন্দু বাড়িতেই পরিলক্ষিত হয় ছোট বড় বিভিন্ন আকারের মাটির, পিতলের গোপাল মূর্তি। মূলত শ্রীকৃষ্ণের শিশুরূপ হল এই নাড়ু গোপাল। ফলেই বাড়িতে গোপাল মূর্তি থাকলে তাকে সন্তান স্নেহে যত্ন করতে হয়। চার বেলা নৈবেদ্য নিবেদন করতে হয়। বাড়িতে একা রেখে কোথাও যাওয়া যায় না। অর্থাৎ নাড়ু গোপাল সেই বাড়ির একজন অন্যতম সদস্য হয়ে ওঠেন। সকাল থেকে রাত পর্যন্ত অতি যত্নে রাখতে হয় তাঁকে। এমন কি রাতে শোয়ার আগেও একটা বিশেষ গোপাল পূজার নিয়ম (Laddu Gopal Puja Rituals) পালন করা হয়। যে নিয়মে ভুল হলে নাড়ু গোপাল রুষ্ট হতে পারেন। তাই জেনে নিন রাতের বেলা ভোগ নিবেদনের পর গোপালের শয়নকালে কি নিয়ম পালন করবেন।

শ্রীকৃষ্ণের শিশুরূপ নাড়ু গোপাল যে পরিবারে থাকে সেই পরিবারে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। পরিবারের সবসময় ইতিবাচকতা পরিলক্ষিত হয়। বিনাশ ঘটে নেতিবাচকতার। তবে তার জন্য অবশ্যই লাড্ডু গোপালকে প্রসন্ন রাখতে হয়। দিনে চারটি বেলা তার খেয়াল রাখতে হয়। তবেই সেই পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। তাই সময় থাকতে জেনে নেওয়া যাক গোপাল পূজার (Laddu Gopal Puja Rituals) চার বেলা নিয়মাবলী এবং রাতের বেলার বিশেষ নিয়ম।

শাস্ত্র মতে, বাড়িতে নাড়ু গোপালের মূর্তি থাকলে সারাদিনে চার বেলা সেবা দিতে হয়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে চার নৈবেদ্য নিবেদন করতে হয়। তার সাথে পালন করতে হয় রাত্রিবেলা শয়নকালের বিশেষ নিয়ম।

প্রথম ও দ্বিতীয় নৈবেদ্য, গোপাল ঠাকুরকে সকাল ৬-৭ টার মধ্যে প্রথম নৈবেদ্য হিসেবে গরম দুধ নিবেদন করুন। অথবা পানীয় হিসেবে চা-ও নিবেদন করতে পারেন। তারপর নিজে স্নান সেরে এবং গোপাল মূর্তিকে স্নান করিয়ে ৯-১০ টার মধ্যে দ্বিতীয় ভোগ নিবেদন করুন।

তৃতীয় নৈবেদ্য, নাড়ু গোপাল সেবায় দুপুরের পর তৃতীয় নৈবেদ্য নিবেদন করা উচিত। এই তৃতীয় ভোগে গোপাল ঠাকুরকে ভাত, শাকসবজি অর্থাৎ দুপুরের খাবার নিবেদন করতে পারেন। ভুলেও কোনো আমিষ খাবার নিবেদন করবেন না। সাত্ত্বিক খাবার ভোগ হিসেবে নিবেদন করবেন গোপালের কাছে। তবে অবশ্যই তা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে।

চতুর্থ নৈবেদ্য ও শয়নকালের নিয়ম, লাড্ডু গোপালকে চতুর্থ ভোগ নিবেদন করা হয় রাতের বেলা। সময় হলো ৮-৯ টা। চারবেলা ভোগ নিবেদনের পর রাত্রিবেলা গোপাল সেবার নিয়ম (Laddu Gopal Puja Rituals) হলো গোপাল ঠাকুরকে গরম দুধ নিবেদন করে, বিছানা করে, মশারি টাঙিয়ে শুইয়ে দেওয়া। অবশ্যই শয়নের আগে দুধ খাওয়াতে ভুলবেন না।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?