Hanuman Puja on Tuesday: মঙ্গলবার এই কাজ না করলেই বিপদ! বজরংবলির রোষে তছনছ হতে পারে জীবন!

If you perform Hanuman Puja on Tuesday, life will be filled with happiness and peace: হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে সপ্তাহের মধ্যে মঙ্গলবার দিনটি বজরংবলির আরাধনার (Hanuman Puja on Tuesday) জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে চিহ্নিত করা হয়। বজরংবলি দেবকে সকল বিপদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। তিনি কলি যুগের একমাত্র দৃশ্যমান দেবতা। তাই কোনো ভক্ত যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে তার আরাধনা করেন তবে বজরংবলি স্বয়ং তাকে রক্ষা করেন। জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হলে মঙ্গলবার বজরংবলির উদ্যেশ্যে বিশেষ কিছু কাজ অবশ্যই করা উচিত। এই দিন দানের মাহাত্ম্য ও অপরিসীম। জানুন কি কি কাজ করবেন মঙ্গলবার।

১) হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় তুলসী গাছে ধন সম্পদের দেবী লক্ষ্মী বিরাজ করেন। মঙ্গলবার হনুমানজির পুজোর (Hanuman Puja on Tuesday) সময় তাকে তুলসী পাতার মালা অর্পণ করলে হনুমানজি অত্যন্ত তুষ্ট হন। এই দিন হনুমানজিকে তুলসী নিবেদন করলে অর্থের অভাব দূর হয়।

২) কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা যেমন পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে থাকা, বেতন বৃদ্ধিতে সমস্যা ইত্যাদির সম্মুখীন হতে হলে লাড্ডু দান করা অত্যন্ত শুভ। মঙ্গলবার হনুমানজির প্রিয় বেসনের লাড্ডু দান করলে সহজেই এই সমস্যা গুলি থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়।

৩) শাস্ত্র বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার (Hanuman Puja on Tuesday) লাল রঙের কাপড়ে আপেল, ডালিম ইত্যাদি লাল ফল রেখে লাল মসুর ডাল, লাল লঙ্কা, গম ও গুড় দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয়। এগুলি দান করার ফলে জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়।