Prasad of Ramlalla: সারাদিন কি ভোগ থাকছে রামলালার জন্য? কোন দিন কোন পোশাকে সজ্জিত হবেন তিনি জানুন

Which type of Prasad is available all day for Ramlalla in Ayodhya’s Ram temple: গত ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থেকে নিজে প্রাণ প্রতিষ্ঠা করেছেন রামলালার। মহীশূরের বিখ্যাত ভাস্কর শিল্পী অরুণ যোগীরাজের হাতের ছোঁয়ায় কালো কষ্টিপাথর পরিণত হয়েছে রামলালার অসাধারণ সুন্দর দেব মূর্তিতে। এই মন্দিরের গর্ভগৃহে স্থান পাওয়া পদ্ম ফুলের উপর কালো পাথরের মূর্তিতে ভগবান শ্রী রামকে, দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে প্রকাশ করা হয়েছে। রামলালা যেন এখানে হয়ে উঠেছেন সবার ঘরের ছেলে।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় অযোধ্যার রাম মন্দিরের দরজা। অগণিত মানুষ প্রতিদিন ভিড় করছেন রামলালাকে একবার নিজের চোখে দেখার জন্য। কিন্তু আপনি কি জানেন রামলালার দৈনন্দিন দিনলিপি ঠিক কি নিয়ম মেনে চলছে? প্রতিদিন কি রঙের পোশাক পরছেন রামলালা? চার বেলার ভোগে (Prasad of Ramlalla) কি খেতে দেওয়া হচ্ছে তাকে? আজ সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে।

জানা গেছে এই মন্দিরের গর্ভ গৃহে পাঁচ বছরের শিশু রূপে পূজিত হওয়া রামলালাকে দিনে মোট ৫ বার আরতি করা হয়। সকাল ৬ টায় হয় মঙ্গল আরতি, সকাল ৭ টায় হয় শৃঙ্গার আরতি, বেলা ১২ টায় হয় ভোগ আরতি এবং সন্ধ্যা ৬ টায় হয় সন্ধ্যা আরতি। আর রাতে হয় রামলালার শয়ন আরতি। এই মন্দিরে রামলালাকে আবার চারবার দুই রকমের ভোগ (Prasad of Ramlalla) দেওয়া হয়। সকালে এবং বিকেলে দেওয়া হয় বাল্যভোগ। এই ভোগে থাকে পেঁড়া, লাডডু ইত্যাদি বিভিন্ন মিষ্টি ও ফল। দুপুরে ও রাতে রামলালা পান রাজভোগ। তাতে থাকবে ভাত, ডাল, সবজি, পুরী এবং রাবড়ির মতো নানা ধরনের মিষ্টি।

রামলালা কোন দিন কোন রঙের পোশাক পরবেন তাও ঠিক করা হয়েছে। জানা গেছে বৃহৎ আকারের এই রাম মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগে রামলালার ছোটো মূর্তিকে একটি অস্থায়ী তাঁবুতে রেখে পূজা করা হতো। সেখানে সপ্তাহের সাত দিন সাত রঙের পোশাক পরতেন তিনি। এখনো সেই নিয়মই জারি থাকবে অযোধ্যা রাম মন্দিরে প্রতিষ্ঠা পাওয়া রামলালার জন্য। তিনি সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, শনিবার নীল এবং রবিবার গোলাপি রঙের পোশাকে সুসজ্জিত হয়ে উঠবে

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?