Shiuli plants benefits: শিউলির মতোই টাকার গন্ধে ভরে উঠবে ঘর, শুধু লাগিয়ে দিন

A lots of benefits of Shiuli plants in our daily life: বাস্তুশাস্ত্র মতে, এমন কিছু কিছু বিষয় রয়েছে যা ঠিকঠাক ভাবে মেনে চললে গৃহে শান্তি আসে, বাস্তু দোষ থাকলে তা মুক্ত হয়, ধনলাভে সহায়তা করে, পরিবারের সদস্যদের সাথে একতা সৃষ্টি হয় সহ পজিটিভ এনার্জি প্রবেশ করায়। সেরকমই বাস্তুশাস্ত্র বলছে, এমন একটি গাছ রয়েছে যে গাছ বাড়িতে বসালে গৃহের সমস্ত নেগেটিভ এনার্জির অবসান ঘটিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করাতে দারুণ কাজ করে (Shiuli plants benefits)। কি সেই গাছ? সেই গাছের কি কি কার্যকারিতা রয়েছে? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

মা দুর্গার আগমনী ঋতুতে চারিদিকে প্রস্ফুটিত হয় এই গাছের ফুল। তার গন্ধে চারিদিক মো মো করে। এই গাছের ফুলের গন্ধে রয়েছে পুজো পুজো রব। ভোরের বেলা গাছের তলায় সুসজ্জিত হয়ে পড়ে থাকতে দেখা যায় এই ফুল। যা সেই জায়গাটিতে সৌন্দর্য বৃদ্ধি করে (Shiuli plants benefits)। চিনতে পারছেন কি কোন ফুল গাছের কথা বলা হচ্ছে?

এই ফুল গাছ হল শিউলি ফুলের গাছ। শরৎ ঋতুতে শিউলি গাছে এই ফুল প্রস্ফুটিত হতে দেখা যায়, যা মা দুর্গার আগমনের বার্তা দেয়। যে জায়গায় এই গাছ থাকে সেই জায়গায় এক অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি হয়। তবে শুধু সৌন্দর্য বৃদ্ধিতে নয়, এই শিউলি ফুল গাছের রয়েছে অসম্ভব শক্তি (Shiuli plants benefits)। যা গৃহে থাকলে গৃহের সমস্ত রকম সমস্যা দূর করতে দারুন কাজ করে।

শিউলি গাছের উপকারিতা

বাস্তুশাস্ত্র বলছে গৃহে শিউলি গাছ রোপন করলে সুখ শান্তি-বিরাজ করে।

কোনো বাড়িতে বাস্তু দোষ থাকলে সেই বাড়িতে যদি শিউলি গাছ বসানো হয় তাহলে খুব সহজেই সেই বাড়ি বাস্তু দোষমুক্ত হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করাতে সহায়তা করে।

এছাড়াও, পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো বিষয়ে বিভেদ সৃষ্টি হয় সে ক্ষেত্রেও এই শিউলি গাছ ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পাশাপাশি গৃহের সকল সদস্যদের আয়ু বৃদ্ধি করে।

বাস্তুশাস্ত্র মতে, যে গৃহে শিউলি গাছ থাকে সেই গৃহে সবসময় অবস্থান করে মা লক্ষ্মী। পরিবারে অর্থের কোনো অভাব দেখা দেয় না।

গৃহ নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেলে সেই নেগেটিভ এনার্জি মুহূর্তের মধ্যে সমাপ্ত করে দিতে পারে এই শিউলি ফুলের গাছ। আর্থিক উন্নতি, কেরিয়ারে উন্নতি ঘটাতেও দারুন কার্যকরী এই শিউলি গাছ। তবে এই শিউলি গাছ বাড়ির যেকোনো স্থানে বা যে কোনো দিকে রোপন করলে যে শুভ ফল পাওয়া যাবে তা কিন্তু নয়। শিউলি গাছ রোপন করার শুভ দিক ও শুভ স্থান রয়েছে। সেই স্থান এবং দিক সম্পর্কেও জেনে নেওয়া যাক।

শিউলি গাছ রোপন করার শুভ স্থান এবং দিক

বাস্তুশাস্ত্র অনুযায়ী, শিউলি গাছ গৃহে রোপন করা অত্যন্ত শুভ। তবে সেই গাছ রোপন করার রয়েছে শুভ দিক এবং শুভ স্থান। শাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ দিকে শিউলি গাছ রোপন করা একদমই উচিত নয়। তা অশুভ ফল দেয়। তবে বাড়ির পূর্ব দিক, উত্তর দিক বা পশ্চিম দিকে শিউলি গাছ বসানো সংসারের পক্ষে অত্যন্ত শুভ। উত্তর দিকে শিউলি গাছের চারা রোপন করলে তা পজিটিভ এনার্জি প্রবেশ করতে সহায়তা করে। অন্যদিকে শিউলি গাছ যদি গৃহের ঠাকুর ঘরের কাছাকাছি স্থানে বা উঠোনে রোপন করেন তাহলে তা খুবই পূণ্যজনক।

তবে শিউলি গাছ শুধু গৃহের ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তা নয়, ঔষধি গাছ রূপেও এই গাছের নানান উপকারিতা রয়েছে। জ্বর, সর্দি প্রভৃতি শারীরিক সমস্যা হলে শিউলি পাতার রস বা শিউলি গাছের অংশ দারুন কাজ করে (Shiuli plants benefits)।