Makar Sankranti remedies: মকর সংক্রান্তিতে এই তিন খাদ্যদ্রব্য এক নিমেষে বদলে দিতে পারে ভাগ্য! এই দিন দান করলেও মিলবে সুফল!

If you follow these remedies on Makar Sankranti, your luck can change in an instant: ইংরেজি নতুন বছর শুরু হওয়ার পর প্রথম ধর্মীয় অনুষ্ঠান মকর সংক্রান্তি আসার আর মাত্র কয়েকদিন বাকি। ১৫ ই জানুয়ারি সারা দেশজুড়ে নানা উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন থেকেই সূর্য ধীরে ধীরে উত্তর দিকে যাওয়া শুরু করে বলে ভৌগলিক গুরুত্বের পাশাপাশি এই দিনটির জ্যোতিষ শাস্ত্রগত গুরুত্বও অপরিসীম। মকর সংক্রান্তির পূণ্য দিনে তিল, গুড় এবং খিচুড়ি এই তিনটি জিনিসের গুরুত্ব অপরিসীম। এই দিন এগুলি খেলে এবং দান করলে বিশেষ শুভ ফল লাভ করা সম্ভব। জেনে নেওয়া যাক পবিত্র এই মকর সংক্রান্তির (Makar Sankranti remedies) দিনে বিশেষ তিনটি জিনিসের গুরুত্ব।

১) শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির (Makar Sankranti remedies) পবিত্র দিনে খিচুড়ি খেলে এবং দান করলে নবগ্রহের আশীর্বাদ লাভ করা সম্ভব। শাস্ত্রে বর্ণিত আছে খিচুড়ি যে উপাদানগুলি দিয়ে প্রস্তুত করা হয় সেগুলি প্রত্যেকটি নবগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন খিচুড়ির ভাত চন্দ্র এবং শুক্রের আশীর্বাদ লাভ করতে বিশেষভাবে কার্যকরী। খিচুড়ি রান্নার সময় ব্যবহৃত ঘি এর মাধ্যমে সূর্যের আশীর্বাদ লাভ করা সম্ভব। রান্নার প্রয়োজনে ব্যবহৃত হলুদ আবার বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। খিচুড়ি রান্নাতে ব্যবহার করা কালো মাস কলাইয়ের ডাল শনি, রাহু এবং কেতুর অশুভ প্রভাব দূর করে। মুগ ডাল এবং সবুজ শাকসবজি খেলে বুধের আশীর্বাদ লাভ করে সম্ভব।

২) খিচুড়ি রান্নার উপকরণ গুলি ছাড়াও মকর সংক্রান্তির পবিত্র দিনে গুড় খাওয়া বা দান করা অত্যন্ত মঙ্গল জনক বলে মনে করা হয়। গুড় মঙ্গল ও সূর্যের প্রতীক। তাই এই দিন গুড় খেলে মঙ্গল গ্রহ ও সূর্যদেবের শুভ প্রভাব লাভ করা সম্ভব হয়।

৩) শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় কালো তিল শনির সঙ্গে সম্পর্ক যুক্ত। তাই মকর সংক্রান্তির (Makar Sankranti remedies) পবিত্র দিনে কালো তিল আমাদের নানা উপকার করতে পারে।

মকর সংক্রান্তিতে দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু কালো তিল শনির সঙ্গে সম্পর্কযুক্ত এবং গুড় সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত তাই এই দুটি জিনিস দান করলে সেই ব্যক্তির জীবনে নানা ধরনের শুভ প্রভাব বিস্তার লাভ করে। মকর সংক্রান্তিতে সূর্যদেব তার পুত্র শনির নিজস্ব রাশি মকরে প্রবেশ করে। তাই এই দিন বিশেষ নিয়মগুলি মেনে চললে সূর্য এবং শনি উভয়েরই কৃপা লাভ করা সম্ভব। এছাড়াও গুড় এবং তিল শরীরের উষ্ণতাকে বজায় রাখে। তাই এই ঠান্ডার সময় শরীরের উষ্ণতাকে বজায় রাখতে এই দুটি জিনিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?