Ajoypur Swetkali Puja: শ্যামা নয়, দক্ষিণা নয়, অমাবস্যা ছেড়ে পূর্ণিমার দিনে কেমন করে সম্ভব কালী পুজা?

Maa Swetkali of Ajoypur gets puja on full moon: “ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ”। সাধারণত অমাবস্যায় এই কালী মন্ত্র পাঠ করতে শোনা যায়। তার কারণ মাকালীর পূজা অমাবস্যাতেই সম্পন্ন হয়ে থাকে। আর মাকালী মানে আমরা যা জেনে এসেছি তা হলো সাধারণত শ্যামা কালী নতুবা দক্ষিণা কালী। অর্থাৎ আমাদের মনের মধ্যে সবার প্রথম মাকালী বলতে কালো রঙের জিহ্বা প্রসারিত করা এক দেবী মূর্তি চোখে ভেসে ওঠে। নতুবা নীল রঙের স্নিগ্ধ শান্ত মুখ মন্ডলে নীল রংয়ের শ্যামলা কালীর রূপ ফুটে ওঠে। কিন্তু কখনো কি মাকালী বলতে ধবধবে দুধ সাদা মূর্তিকে কল্পনা করতে পারি? শুনেছেন কি শ্বেতকালী পূজা (Ajoypur Swetkali Puja) সম্পর্কে?

সিউড়ির পাশেই অজয়পুর গ্রাম। আর সেই স্থানের ময়ূরাক্ষী নদীর তীরে অগ্রহায়ণ মাসে হয় এক অদ্ভুত পূজার্চনা। অদ্ভুত বলা হচ্ছে এই কারণে যে, অমাবস্যাতে না হয়ে পূর্ণিমাতে হয় কালীপুজা। আর এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো কালীমূর্তি। এখানে কালী মূর্তি নীল বা কালো কোনোটিই নয়। এখানে কালী মূর্তি সম্পূর্ণ সাদা রঙের, গায়ে জড়ানো সাদা লাল পেরে শাড়ি। এই শ্বেতকালী পুজা (Ajoypur Swetkali Puja) ১-২ নয়, ৪০০ বছর পুরনো।

লোকমুখে শোনা গেছে যে, কোনো এক অমাবস্যা বারুইপুরনিবাসী এক মহিলা আত্মহত্যা করেন। সেই মহিলার মৃতদেহ পোড়ানো হয় না। বরং তার মৃতদেহ নিয়ে এক অশ্বত্থ গাছের নিচে, যা কিনা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত সেখানে নিয়ে পুঁতে দেওয়া হয়। এই মৃতদেহ নিয়ে চলে এক দীর্ঘ সাধনা। আর সেই সাধনার ফলাফল হলো এই কালীপুজো।

এখন প্রশ্ন হচ্ছে কে এই শ্বেতকালীপুজো (Ajoypur Swetkali Puja) প্রবর্তন করেন? জানা গেছে যে, জ্বালাতন গোঁসাই নামক এক পণ্ডিত ব্যক্তি ওই মৃতদেহ নিয়ে প্রথম সাধনা শুরু করেন। তারপর থেকেই তিনি এই পূজার প্রবর্তন করেন। তিনি সেই অশ্বত্থ গাছের নীচে বসে প্রতিনিয়ত ধ্যান ও তপসায় মগ্ন থাকতেন। তার সাধনার এক বিরাট ফল হলো এই কালীপুজো। গোঁসাই এর অবর্তমানে তার পরিবার এই পুজো ধরে রেখেছে।

ইতিমধ্যে এই পুজোর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। যার ফলে প্রতি বছরই দর্শনার্থীদের ঢল নেমে যায় এই পূজোর দিনে। তার আরেকটি অন্যতম কারণ হলো এই শ্বেতকালী পূজো বোধহয় বীরভূমের আর কোনো প্রান্তেই হয় না। বীরভূম কেন, অন্য কোন জেলাতেও এখনো পর্যন্ত খুব একটা শ্বেতকালী পূজোর (Ajoypur Swetkali Puja) প্রচলন শোনা যায়নি। তাই সাদা ধবধবে মাকালীকে পুজো দিয়ে মনস্কামনা পূরণ করতে প্রতি বছর ভিড় জমান বিভিন্ন প্রান্তের ভক্তরা।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?