Shivratri Yog: সর্বার্থ সিদ্ধিসহ ৪ শুভ যোগ শিবরাত্রিতে! কি কি কার্যসিদ্ধি হবে? কি মাহাত্ম্য রয়েছে জেনে নিন

Maha Shivratri Yog Tithi is going to be very auspicious in 2024: হিন্দু ধর্মের উৎসবগুলির মধ্যে অন্যতম ধর্মীয় উৎসব হলো শিবরাত্রি। এই তিথিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব-পার্বতী। ফলেই বহু দম্পতি এবং অবিবাহিতরা নিজেদের মনের মানুষকে পাওয়ার জন্য বা সুখী জীবন কাটানোর জন্য এদিন শিবরাত্রি (Shivratri Yog) বার করেন। রাত্রিবেলা শিবলিঙ্গে জল নিবেদন করেন। চলতি বছর ২০২৪ সালে এই শিবরাত্রি বার অত্যন্ত শুভ হতে চলেছে। ৪ বিরল যোগের সৃষ্টি মহা শিবরাত্রি তিথিতে। আগামী ৮ই মার্চ শুক্রবার শিবরাত্রিতে কোন ৪ বিরল যোগের সৃষ্টি? তার কোন শুভ প্রভাব বর্ষাবে ভক্তদের উপর জেনে নিন।

প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি বার (Shivratri Yog)। সেই অনুযায়ী ২০২৪-এর শিবরাত্রিতে ৪ শুভ যোগের সৃষ্টি। সেই ৪ শুভ যোগ হল সর্বার্থসিদ্ধি যোগ, সিদ্ধি যোগ, শ্রবণ নক্ষত্র, শিব যোগ। এই ৪ শুভ যোগে কোন কোন কার্যসিদ্ধি হবে জেনে নেওয়া যাক।

সর্বার্থসিদ্ধি যোগ

জ্যোতিষ গণনা অনুযায়ী মহা শিবরাত্রি তিথিতে সৃষ্টি হবে সর্বার্থসিদ্ধি যোগ। যা ৮ই মার্চ শুক্রবার সকাল ৬:৩৮ মিনিট থেকে ১০:৪১ মিনিট পর্যন্ত থাকবে। এই বিশেষ যোগে বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন ভগবান শিব। যেহেতু এই দিনেই শিবরাত্রি ব্রত পালিত হবে ফলেই এদিন শিবরাত্রি তিথিতে ভৌতিক সুখ বৃদ্ধি পাবে। তার সাথে রয়েছে আবার শুক্রবার। ফলেই এই বিশেষ যোগে শিবরাত্রি ব্রত পালন করলে শিবের মাথায় জল ঢাললে স্বপ্ন পূরণ হবে। আয়-উন্নতির পথ প্রশস্ত হবে। সমস্যার সমাধান ঘটবে।

সিদ্ধি যোগ

সর্বার্থসিদ্ধির পাশাপাশি মহা শিবরাত্রির দিন রাত্রিবেলা সংযোগ ঘটবে সিদ্ধি যোগের (Shivratri Yog)। যা ভক্তদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। ৯ই মার্চ রাত ১২:৪৬ থেকে ৮:৩২ মিনিট পর্যন্ত থাকবে সিদ্ধি যোগ। এমনিতেই শিবরাত্রি পালনের শুভ সময় হল রাত্রিবেলা। সেক্ষেত্রে সিদ্ধি যোগ রাত্রিবেলা সৃষ্টি হওয়ায় শিব পূজা অত্যন্ত কার্যকরী হবে। ভক্তি ভরে শিবের আরাধনা করলে সুখ-শান্তির বৃদ্ধি ঘটবে। মনস্কামনা পূরণ হবে। অল্পতেই সন্তুষ্ট হবেন দেবাদিদেব মহেশ্বর।

আরো পড়ুনঃ মহা বিরল যোগের সৃষ্টি শিবরাত্রিতে! এই ২ জিনিস পেলেই বদলে যাবে ভাগ্য

শ্রবণ নক্ষত্র

মহা শিবরাত্রি তিথিতে শ্রবণ নক্ষত্রের সংযোগ ঘটবে। যা স্থিতি হবে সকাল ১০:৪১ মিনিট পর্যন্ত। শনি হল শ্রবণ নক্ষত্রের অধিপতি। যা ভগবান শিবের পরম ভক্ত। ফলে দুই যোগে শিবরাত্রি ব্রত পালন অত্যন্ত শুভ ফলদায়ক হবে। মহাদেবের উপাসনা, আরাধনা করলে শীঘ্র মহেশ্বর প্রসন্ন হবেন এবং ব্যক্তিকে সর্ব বিপদ থেকে রক্ষা করবেন।

আরো পড়ুনঃ রামভক্ত হনুমানজি উপস্থিত ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধেও! অর্জুনের রথে থেকেই পালন করেন নিজের দায়িত্ব

শিবজোগ

জ্যোতিষশাস্ত্র মতে, শিব চতুর্দশী তিথিতে তৈরি হবে শিব যোগ (Shivratri Yog)। যা অত্যন্ত শুভ। এই শিব যোগে শিবের ব্রত পালন করলে, শিব চল্লিশা পাঠ করলে মহাদেব দ্রুত খুশি হন এবং বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও শিবরাত্রি তিথি সহ এই শিব যোগে সাধনা, তন্ত্র, মন্ত্র জপ অত্যন্ত শুভ ফলদায়ক হয়। যে কোনো কাজেই মহেশ্বরের কৃপায় সাফল্য মেলে।